X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গলিতে সমাবেশ করতে হয়েছে বিএনপিকে

রংপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ১৯:১৩আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৯:১৩

রংপুরসহ সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর মহানগর বিএনপি। তবে পুলিশি বাধার মুখে রংপুর দলীয় কার্যালয়ের গলিতেই অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশ।

বুধবার (৩০ নভেম্বর) বিকালে রংপুর মহানগর বিএনপির নেতাকর্মীরা একটি ট্রাকে মঞ্চ বানিয়ে দলীয় কার্যালয়ের সামনে নগরীর প্রধান সড়ক বন্ধ করে সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের গলিতেই সমাবেশ হয়।

গলিতে সমাবেশ করতে হয়েছে বিএনপিকে

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুন্নবী ডনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গলিতে সমাবেশ করতে হয়েছে বিএনপিকে

সমাবেশে ডা. জাহিদ বলেন, ‘বিভাগীয় শহরগুলোতে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখে সরকারের বুকে কাঁপুনি ধরেছে। সে কারণে তারা সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে। রংপুরে আজকের সমাবেশ বড় পরিসরে হওয়ার কথা থাকলেও পুলিশ বাধা দিয়েছে। অথচ রংপুরে কিছু দিন আগে মহাসমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সরকারকে লাল কার্ড দেখিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা রক্ত দিতে শিখেছি, ফলে আর কোনও বাধা দিয়ে আমাদের আন্দোলনকে দমানো যাবে না। দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে লাল কার্ড দেখিয়েছে। তাদের ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশের জনগণ কারও প্রভুত্ব স্বীকার করে না: মির্জা ফখরুল
মুক্তিযোদ্ধা সমাবেশে মির্জা ফখরুলপুলিশের হুইসেল-সাউন্ড গ্রেনেড শুনে পালাবে না, সেই সাহস নিয়ে দাঁড়াতে হবে
সোমবার বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ, থাকছেন মির্জা ফখরুল
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!