X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

থানায় আসার পথে প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার

রংপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২২, ২১:৩৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ২১:৩৩

রংপুরের মিঠাপুকুর উপজেলার রামেশ্বরপাড়া নামক স্থানে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এএসআই আলিউর রহমান (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, মিঠাপুকুর থানায় কর্মরত এএসআই আলিউর রহমান শাল্টিগোপালপুর ইউনিয়নের বিট অফিসারের দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবার সেখানে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি মোটরসাইকেলযোগে থানায় আসার পথে মিঠাপুকুর ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের রামেশ্বরপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মাইক্রোবাসটি দ্রুত বেগে পালিয়ে যায়। ঘটনার পর এলাকাবাসী মিঠাপুকুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এএসআই আলিউর রহমানের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার উখারপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত আজিজার রহমান। তার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘাতক মাইক্রোবাসটির খোঁজ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাইক্রোবাসটি পেছন থেকে চাপা দিয়েছে। মাইক্রোবাসটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল। লাশ বর্তমানে মিঠাপুকুর থানায় রাখা হয়েছে। রংপুর থেকে পুলিশ সুপার ফেরদৌস আহমেদ চৌধুরীসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা থানায় আসছেন। অন্যদিকে, তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারাও বাড়ি থেকে রংপুরের মিঠাপুকুরে আসছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ এখনও থানায় এসে পৌঁছাননি। কর্মকর্তারা থানায় আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা