X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আগুনে পুড়লো এক বাজারের ৮ দোকান, সাত কোটি টাকার ক্ষতি

গাইবান্ধা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২২, ১২:৫১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১২:৫১

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কালিবাড়ী হাটে অগ্নিকাণ্ডে গোডাউনসহ আটটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজে যাওয়ার সময় কালিবাড়ী হাটের পাশের মার্কেটে আলআমিনের চালের আড়তে আগুন দেখতে পান মুসুল্লিরা। মুহূর্তে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দোকানের মালামাল উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস কর্মীরা। ততক্ষণে মার্কেটের আটটি দোকান ও গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- আল-আমিনের চালের আড়ত, রঞ্জুর ওষুধের  দোকান ও গুদাম, আলমের ক্রোকারিজের দোকান, সাঈদের হার্ডওয়্যার গুদাম, সামছুলের কাপড়ের দোকান, আব্দুল জব্বার ও আল-আমিন নামে অপর একজনের চানাচুর বিস্কুটের গুদাম। সবমিলে আগুনে এসব ব্যবসা প্রতিষ্ঠানে থাকা নগদ টাকাসহ অন্তত সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্তদের মধ্যে ওষুধ ব্যবসায়ী রঞ্জু মিয়া জানান, আগুনের ঘটনায় চেষ্টা করেও দোকানের কোনও ওষুধ রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে প্রায় দুই কোটি টাকার ওষুধ পুড়ে ছাই হয়েছে।

চাল ব্যবসায়ী আল-আমিন জানান, দোকানে থাকা প্রায় ৪০ লাখ টাকার চাল আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহযোগিতার দাবি জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মশিউর রহমান জানান, খবর পেয়ে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে, আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও থানার ওসি মাসুদ রানা। 

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…