X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

সাড়ে ১১ হাজার বই চুরির মামলার তদন্তের দায়িত্ব ডিবির কাঁধে

গাইবান্ধা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৩, ১৮:২৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৮:২৯

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাধ্যমিকের ২০২৩ শিক্ষাবর্ষের সাড়ে ১১ হাজার বই চুরি করে পাচারের ঘটনায় হওয়া মামলাটি পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এ মামলায় জেলা ডিবি পুলিশের (ওসি) মো. মোখলেছুর রহমানকে তদন্ত কর্মকর্তা করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে তদন্তকারী কর্মকর্তা মোখলেছুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম সরেজমিনে তদন্ত শুরু করেছে। এ সময় তারা চুরি হওয়া সরকারি বইগুলো মজুত রাখার গোডাউন পরিদর্শন করেন। একইসঙ্গে বই চুরির ঘটনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল ও ডি ডব্লিউ কলেজের প্রিন্সিপাল এম এ হাবিব সরকারসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন তদন্তকারী কর্মকর্তা।

এর আগে, এই মামলায় অভিযুক্ত সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মাজেদুর রহমান, ট্রাক চালক শ্যামল মিয়া ও তার ভাই রাসেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তিন জনকেই মঙ্গলবার বিকালে আদালতে তোলা হলে তারা সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বই চুরির ঘটনায় তিন জনের নাম উল্লেখ করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মণ্ডল। এর আগে, রবিবার বিকালে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে মজুত থাকা বইগুলো ট্রাকভর্তি করে পাচারের সময় আটক করে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে ট্রাকের চালক শ্যামল ও তার ভাই রাসেল বইগুলো অফিস সহকারী মাজেদুর রহমানের কাছ থেকে কিনেছেন বলে জানান।

পাচার করা প্রায় সাড়ে ১১ হাজার বইয়ের আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা। মাধ্যমিক পর্যায়ের ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির এসব বই বিনামূল্যে বিতরণের জন্য মজুত ছিল।

বুধবার বিকালে মামলার তদন্তভার হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) সেরাজুল ইসলাম। তিনি বলেন, বই চুরির ঘটনায় সুন্দরগঞ্জ থানায় হওয়া মামলাটির তদন্তভার পুলিশের গোয়েন্দা শাখাতে হস্তান্তর করা হয়েছে। এ মামলায় পুলিশের হাতে গ্রেফতার তিন জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবি পুলিশের ওসি মো. মোখলেছুর রহমান তদন্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে গুরুত্ব দিয়ে ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। 

এদিকে, মাধ্যমিক পর্যায়ের চলতি বছরে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বই চুরির ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলাজুড়েই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি বই চুরির এমন ঘটনার আড়ালে থাকা দোষীদের শনাক্ত এবং তাদের কঠোর শাস্তির দাবি করেছেন শিক্ষকসহ সচেতন মহল।

/এফআর/
সম্পর্কিত
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন