X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অন্যের জমিতে ঝুপড়ি ঘরে বসবাস, জুটছে না সহায়তার চাল

নীলফামারী প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, ১৪:৪৩আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৪:৪৩

‘অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই, তবুও ভাগ্যে জোটেনি একটা কার্ড (ভালনারেবল উইমেন বেনিফিট ভিডব্লিউবি কার্ড)। তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নাম। স্বামী-সন্তান নিয়ে অন্যের জমিতে ঝুপড়ি ঘরে থাকি। তারপরও সরকারি অনুদান থেকে বঞ্চিত। অথচ এলাকার টাকা পয়সাওয়ালা অনেক মানুষ নানা ধরনের সুযোগ-সুবিধা পাইছে। চেয়ারম্যান-মেম্বার দেখেও দেখে না। এভাবেই আমরা সরকারি সাহায্য থাকি সব সময় বাদ পড়ছি।’ আক্ষেপ করে কথাগুলো বলছিলেন নীলফামারীর সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চাপড়া কাশিরামপাড়া মেলের পাড় গ্রামের জান্নাতি বেগম (৩১)।

তিনি চলতি বছরের প্রথম দিকে ভিডব্লিউবি কার্ডের জন্য অনলাইনে আবেদন করেন। সে অনুযায়ী প্রাথমিক তালিকায় তার নামও ওঠে। কিন্তু পরে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়।

জান্নাতি বলেন, ‘স্বামী অভাবের তাড়নায় চট্টগ্রামে গিয়ে রিকশা চালায়। দিন আনি, দিন খাই। শ্বশুর-শাশুড়ি ও দুই সন্তানসহ ছয়জনের পরিবারে অভাবের শেষ নাই। তাই স্বামীর সংসারে মুই (আমি) মানুষের বাড়িতে কাজ করে দুবেলা খাবারের (ভাতের) যোগাড় করি। নিজেদের নাই থাকির বাড়িঘর। পাড়ার এক ভাসুরের জমিতে একটি ঝুপড়ি ঘরে কোনও রকম ছেলেমেয়ে নিয়ে থাকি।’

জান্নাতির অভিযোগ, চূড়ান্ত তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু যাচাই-বাছাই করতে কেউ যায়নি।

তিনি বলেন, ‘তারা আসার পর আমার অবস্থা জানতে পারলে হয়তো এমন হতো না। অথচ এলাকার অনেক স্বচ্ছল মানুষ সরকারি এসব সুযোগ-সুবিধা পাচ্ছে। সরকারের কাছে একটা কার্ডের দাবি জানাই।’

এ ব্যাপারে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার আব্দুল জলিল জানান, ‘আমি মেম্বার থাকাকালে জান্নাতির দুরাবস্থা দেখে কার্ডের জন্য তালিকাভুক্ত করেছিলাম। কিন্তু গত পাঁচ বছর অন্য মেম্বার ছিলেন। তিনি তার নাম তালিকাভুক্ত করেননি। এবার নতুনভাবে নির্বাচিত হয়ে আবারও তার জন্য সুপারিশ করেছি। অনলাইন তালিকায় তার নাম ছিল। কিন্তু কেন তার নাম বাদ দেওয়া হয়েছে তা জানি না। আসলে কীভাবে যাচাই-বাছাই করা হয়েছে তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।’

ওই ইউনিয়নের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, ‘চেয়ারম্যান-মেম্বাররা সঠিকভাবে (অনলাইন) কার্ড পেতে যোগ্যদের জন্য সুপারিশ করেছিল। কিন্তু পরে উপজেলা প্রশাসন থেকে যাদের যাচাই-বাছাই করতে দায়িত্ব দিয়েছিল, তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় এমন কারচুপি হয়েছে। তবে আমরা চেষ্টা করছি যোগ্যদের নতুন করে অন্তর্ভুক্তি করার। আশা করি জান্নাতি তালিকাভুক্ত হবেন।’

সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহজাদী বলেন, ‘তালিকা এখনও চূড়ান্ত হয়নি। এ ধরনের অনিয়মের তথ্য নজরে আসলে আমরা দ্রুত সমাধান করবো। যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে কোনও অনিয়ম বা দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান বলেন, ‘তালিকা প্রণয়নে কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়েছে। তবে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তালিকা সংশোধন করে প্রকৃত দুস্থদের সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করা হবে।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু