X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

স্বামী-শ্বশুর-দেবর মিলে গৃহবধূকে খুঁটিতে বেঁধে নির্যাতন

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ জুলাই ২০২৩, ০৫:৩০আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৫:৩০

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে এক গৃহবধূকে রশি দিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, তার স্বামী, শ্বশুর ও দেবর মিলে দুই হাত রশিতে বেঁধে তাকে বেধড়ক মারধর করেছেন।

গত বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ধনঞ্জয় (মোল্লাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ওই গৃহবধূকে খুঁটিতে বেঁধে রাখার একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে।

ভুক্তভোগী গৃহবধূর নাম হালিমা বেগম (৩৫)। তার স্বামীর নাম মুকুল মিয়া (৩৭), শ্বশুর মোজাম্মেল হক এবং দেবর বকুল মিয়া (৩২)। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার রাতে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তা মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার ২০ বছরের সংসারে তিন সন্তান রয়েছে। গত দুই বছর থেকে তার স্বামী মকুল মিয়া নিজের ফুফাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই মেয়েকে বিয়ে করার পরিকল্পনা করেছেন। বিষয়টি প্রকাশ হলে তিনি এর বিরোধিতা করেন। কিন্তু তার শ্বশুর-শাশুড়ি, চাচা শ্বশুর ও দেবর মুকুল এতে ইন্ধন দিতে থাকেন। এরপর থেকে তার ওপর নির্যাতন বাড়তে থাকে। এর জের ধরে গত তিন-চার দিন থেকে তাকে ধারাবাহিক নির্যাতন করা হচ্ছিল। বৃহস্পতিবার স্বামী, শ্বশুর ও দেবর মিলে বাঁশের খুঁটির সঙ্গে তার দুই হাত বেঁধে মারধর করেন। 

তিনি আরও জানান, এ সময় তার শ্বশুর কীটনাশক ও গোবর নিয়ে তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করেন। নির্যাতনে তার শরীরের বিভিন্ন অংশে জখম হয়। নির্যাতনের কষ্টে চিৎকার করতে থাকলে স্বামী আরও পেটাতে থাকেন। তার শাশুড়ি, চাচা শ্বশুর ও দুই ননদ ঘটনাস্থলে থাকলেও নির্যাতন না থামিয়ে ইন্ধন দিতে থাকেন। বাড়ির গেট লাগিয়ে নির্যাতন চালানোর কারণে বাইরে থেকে কেউ এগিয়ে আসতে পারেনি। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাজারহাট হাসপাতালে পাঠায়।

হালিমা বলেন, ‘আমার স্বামী, শ্বশুর ও দেবর অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে পেটাতে থাকেন। তারা আমাকে পেটায় আর বলে তোর বাপকে ডাক। শ্বশুর নিজে আমার হাতে সুই গেঁথে দেন। বিষ আর গোবর নিয়ে আমাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করেন। পশুকেও এমন নির্যাতন করে না কেউ। আমি ওই নির্যাতন সহ্য করেছিলাম। খবর পেয়ে আমার বাবার বাড়ির লোকজন এসে উদ্ধার করতে চাইলে ওরা তাদেরও মারধর করে। ভিডিও করার চেষ্টা করায় তাদের ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে। পরে পুলিশ আমাকে উদ্ধার করে। আমি এই নির্যাতনের বিচার চাই।’

স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত মুকুল মিয়া। তবে তার দাবি, তিনি নিজে স্ত্রীকে পেটালেও তার বাবা ও ভাই স্পর্শ করেননি।

মকুল মিয়া বলেন, ‘স্ত্রী আমার মায়ের গায়ে হাত দিয়েছে। এ জন্য বাবা রাগারাগি করেছেন। পরে স্ত্রী আমাদের বড় মেয়েকে নিয়ে বিষপানের চেষ্টা করে। এ জন্য তাকে বেঁধে রেখে মেরেছি। এতে আমার জেল ফাঁসি যাই হয়, হোক।’

তবে হালিমা তার স্বামীর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শাশুড়িকে মারি নাই। আর মা হয়ে আমি সন্তানকে বিষ খাওয়াতে যাবো? এটা তাদের সাজানো গল্প।’

রাজারহাট থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘লিখিত অভিযোগে কিছু ত্রুটি থাকায় সংশোধন করে দিতে বলা হয়েছে। সেটি দিলে মামলা রেকর্ড করা হবে। মামলা হলে আসামিদের গ্রেফতার করা হবে।’

/এএম/
সম্পর্কিত
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান