X
রবিবার, ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১

ভারত গড়িমসি করলে পানির ন্যায্যতা আমাদের আদায় করতে হবে: তারেক রহমান

লালমনিরহাট প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘প্রতিবেশী দেশ যদি গড়িমসি করে, কৃষি, নদী, কৃষক বাঁচাতে পানির ন্যায্যতা আদায় করতে হবে। আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে হবে। আবার প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা করতে হবে। উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা নদীর পানির কোনও বিকল্প নেই। অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিস্তার ডান-বামের নদীগুলো খনন করতে হবে। বৃষ্টির পানি ধরে রাখার জন্য নদী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নদীর আশপাশে জলাধার নির্মাণ করতে হবে।’

দুদিনব্যাপী তিস্তা নদী রক্ষা আন্দোলনের ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ কর্মসূচিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বিশ্ব রাজনীতি নিয়ে বলেন, ‘স্থায়ী শত্রু আর স্থায়ী বন্ধু বলে কিছু নেই। একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়- এটাই আমাদের পররাষ্ট্রনীতি। বর্তমান সময়ে আমাদের সম্পর্ক পুনর্বিবেচনা করা দরকার। নিজ দেশের পাশে কাঁটাতারের বেড়া। সেই বেড়ায় ফেলানীর ঝুলন্ত রক্তাক্ত দেহ মানুষ আর দেখতে চায় না।’

তিস্তার বিষয়ে তিনি বলেন, ‘সারা বিশ্ব আজ জেনে রাখুক, দেখে রাখুক, তিস্তাপাড়ের মানুষ তিস্তার ন্যায্য পানি থেকে বঞ্চিত। উত্তরাঞ্চলসহ ৫৪টি নদীর পানি কারও করুণার বিষয় নয়। অথচ সেই অধিকার আদায়ে আমাদের আজ আন্দোলন করতে হচ্ছে। ৫০ বছরের ফারাক্কা আর আজকে তিস্তা। আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করেছে ভারত। খরায় দুর্বিষহ জীবনযাপন করছেন উত্তরাঞ্চলের মানুষ। অথচ এই অঞ্চলে এক বছরে তিনবার পর্যন্ত বন্যা হয়। হঠাৎ পানি ছাড়ে। দুদিন আগেও পানি ছেড়ে কৃষকের ঘরবাড়ি ফসলের মাঠ তলিয়ে দিয়েছে।’

ভারত গড়িমসি করলে পানির ন্যায্যতা আমাদের আদায় করতে হবে: তারেক রহমান

উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, ‘এখানে অনেক মুরুব্বি আছেন- তারা জানেন শহীদ জিয়ার খাল কাটা কর্মসূচির সময় একটি স্লোগান প্রচলিত ছিল- খাল কাটা হলে সারা, দূর হবে বন্যা খরা।’

বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকারের কোনও হঠকারী সিদ্ধান্তে যেন খুনিরা আর আসতে না পারে। নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তী সরকার বিচলিত হয়। কোনও কোনও উপদেষ্টাদের সঙ্গে কথার কোনও মিল নেই।’

শেখ হাসিনা সরকারের সমালোচনায় তারেক রহমান বলেন, ‘মানুষের ভোটের অধিকার হরণ করে মাফিয়া সাম্রাজ্য কায়েম করেছিল। ৫ অগাস্ট হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর আবার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার সুযোগ হয়েছে। হাসিনা একবার বলেছিল ভারতকে যা দিয়েছি, তা সারা জীবন মনে রাখবে। ভারত শুধু এই স্বৈরাচারকে মনে রেখেছে। বাংলাদেশের মানুষের কথা মনে রাখেনি। হাসিনা জোর করে ক্ষমতা দখল করতে নিজেকে ভারতের সেবাদাসীতে পরিণত করেছিল। ন্যায্যতা রক্ষা করা হয়নি।’

লালমনিরহাট বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সমন্বয়ে নদী রক্ষা আন্দোলন ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগান দিয়ে তিস্তা নদীর ১১টি পয়েন্টে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছে।

এতে বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের শরিকরা অংশগ্রহণ করে। তিস্তা রেল সেতুর নদীচরে করা মূল পয়েন্ট থেকে ১১টি পয়েন্টে কর্মসূচির সমাপনী বক্তব্য দেন তারেক রহমান। অপর দিকে তিস্তা ব্যারাজ প্রকল্পের পয়েন্টে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তায় হাঁটুপানিতে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। তিস্তা রেল সেতু থেকে কাউনিয়া পর্যন্ত পদযাত্রাসহ ছোট ছোট বেশ কিছু কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
যশোরে ফরহাদ মজহারআমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
সংসদে যান, সেখানেই হবে মূল সংস্কার: ফারুক
সর্বশেষ খবর
আবরার ফাহাদ হত্যা মামলা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
আবরার ফাহাদ হত্যা মামলা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
রাশিয়া ও ইউক্রেনের বিমান হামলা অব্যাহত, যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত
রাশিয়া ও ইউক্রেনের বিমান হামলা অব্যাহত, যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত
দরজায় তালা দিয়ে কাজে গেলেন মা, ঘরে পুড়ে প্রাণ গেলো কিশোরীর
দরজায় তালা দিয়ে কাজে গেলেন মা, ঘরে পুড়ে প্রাণ গেলো কিশোরীর
মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে শিশুসন্তান চুরি
মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে শিশুসন্তান চুরি
সর্বাধিক পঠিত
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
আমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
যশোরে ফরহাদ মজহারআমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার