X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ৪ শিশু হত্যা মামলায় আরও ২ জনের সাক্ষ্য গ্রহণ

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ০২:০১আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ০২:০৫

ফাইল ফটো হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলায় আরও দুই জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এই নিয়ে মোট ১৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন।

গতকাল বুধবার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত ধার্য তারিখে কারাগারে থাকা আসামী পঞ্চায়েত প্রধান আব্দুল আলী, তার দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, তার সেকেন্ড ইন কমান্ড আরজু মিয়া ও শাহেদ মিয়াকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

আদালতে বাহুবল উপজেলার সন্দ্রাটিকি গ্রামের নিহত শুভ ও ইসমাঈলের পিতা ওয়াহিদ মিয়া ও আব্দুল কাদির সাক্ষ্য প্রদান করেন। দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন আগামী ২৮ নভেম্বর।

মামলার বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, বুধবার আদালত আরও দুই জনের সাক্ষ্য গ্রহণ করেছেন, ফলে এ মামলায় মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 

প্রসঙ্গত, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জেলার বাহুবল উপজেলার সন্দ্রাটিকি গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের পুত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের পুত্র ইসমাঈল হোসেন (১০) খেলতে গিয়ে নিখোঁজ হয়।

নিখোঁজের  ৫দিন পর  ১৭ ফেব্রুয়ারি গ্রামের পাশ্ববর্তী স্থানে ৪ শিশুর মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশে বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়।

ঘটনার পরদিন ১৮ ফেব্রুয়ারি নিহত শিশু মনিরের পিতা আবদাল মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ডিবি পুলিশের তৎকালীন ওসি মোকতাদির আলম তদন্ত করে গত ৫ এপ্রিল ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর মামলাটি নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়।

গত ২৮ জুন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক কিরন শংকর হালদারের আদালতে চার্জশিটের উপর শুনানি শেষে আদালত চার্জশিট আমলে নিয়ে পলাতক ৩ আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এরপর আদালত ২৬ জুলাই আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। এরপর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শংকর হালদার অন্যত্র বদলি হওয়ার কারণে মামলাটির অতিরিক্ত দায়িত্ব নেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আতাবুল্লাহ। এরপর থেকে এই আদালতেই বিচার কাজ চলছে।

/এফএইচএম/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ