X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘২০ বছরের পরিচয়, সে জঙ্গি নয়’

জাহিদ হাসান, সিলেট
২৮ মার্চ ২০১৭, ০৫:৪৫আপডেট : ২৮ মার্চ ২০১৭, ০৭:৫৮

জঙ্গি হামলায় নিহত শহীদুল সিলেটের শিববাড়ির পাঠানপাড়া এলাকার স্থানীয় জামে মসজিদের কাছে জঙ্গিদের বোমা হামলার ঘটনায় শহীদুল ইসলাম নামের এক ব্যবসায়ী নিহত হন। পুলিশের প্রাথমিক ধারণা স্থানীয় লোকজনের ভিড়ে মিশে গিয়ে জঙ্গিরা এই হামলা চালায়। তবে এতে নিহত শহীদুল যে জঙ্গি ছিলেন না, তা নিশ্চিত করেছেন স্থানীয়রাই।
জানা গেছে, শহীদুল ইসলাম সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় প্রাইম লাইটিং দোকানের মালিক ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলার ইছুলিয়া গ্রামে। সোমবার বিকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দাড়িয়াপাড়ায় তার লাশ নিয়ে যাওয়া হয়। এসময় এলাকার লোকজন তাকে দেখার জন্য ভিড় করেন। পরে তাকে দাফনের জন্য তার গ্রামের বাড়ি নেত্রকোণায় নিয়ে যাওয়া হয়।
দাড়িয়াপাড়ায় ব্যবসায়ী সালাম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শহীদুল এখানে ২০ বছর ধরে রয়েছেন। এ দীর্ঘ সময়ে তার সঙ্গে অনেক চলাফেরা করেছি। তিনি সব সময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। তিনি কখনও জঙ্গি হতে পারেন না।’

এলাকায় তিনি দীর্ঘ সময় রয়েছেন উল্লেখ করে শহীদুলের একাধিক প্রতিবেশী বলেন, ‘শহীদুল অনেক ভালো ছেলে। সে কখনও কারো সঙ্গে ঝামেলা করেনি। সে সব সময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকতো। এমনকি গত ২৬ মার্চও স্বাধীনতা দিবসে বিভিন্ন জায়গায় দোকানের কাজে ব্যস্ত ছিলো সে।’

শহীদুলের লাশ দেখতে স্থানীয়দের ভিড় শহীদুল ইসলামের ভাই সাইদুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছি। এলাকায় আমার ভাইয়ের বিরুদ্ধে কোনপ্রকার অভিযোগ নেই। আমার ভাই ব্যবসায়ী, সে জঙ্গি হতে পারে না। তার ছয় মাসের একটা কন্যা শিশু রয়েছে।’

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা (গণমাধ্যম) জানান, আতিয়া মহলের অভিযান দেখতে আসা অসংখ্য লোকজনের ভিড়ে মিশে গিয়ে জঙ্গিরা এ ঘটনা ঘটিয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়টি এখনও নিশ্চিত নয়।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ সন্ধ্যায় আতিয়া মহলের পাশে জঙ্গিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা, শহীদুল ইসলামসহ ছয়জন নিহত হন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস