X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

স্থায়ী ক্যাম্পাসে না গেলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

সিলেট প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৭, ১৬:৪২আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৭:৩২

স্থায়ী ক্যাম্পাসে না গেলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দেশের প্রায় সব কয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ই মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, এই খাতে বিনিয়োগ মানেই মুনাফা এই মানসিকতা পরিবর্তন করতে হবে। শিক্ষামন্ত্রণালয়ের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না গেলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

যে শিক্ষা বাস্তবে প্রয়োগ করা যায় না সেই জ্ঞান অর্থহীন উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রণালয় সব ধরণের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে একটি নিয়মের মধ্যে আনার চেষ্টা করছে। তা এখন সফল হওয়ার পথে। নিয়মনীতি না মানায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলোর বিরুদ্ধে আদালতে এখনো মামলা চলছে। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কখনও আলাদাভাবে মূল্যায়ন করে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

দেশের ৪০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এখন ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এসব কার্যক্রমের শুরুর দিকে মানুষ নানা ধরনের কথা বলতো। এখন শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসরুমে বসে শিক্ষা নিচ্ছে। 

সিলেট সদর উপজেলার বটেশ্বরের খাদিমপাড়ায় সিলেট মেট্রোপলিটন ইউনির্ভাসিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো সালেহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী, অধ্যক্ষ ড. সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. সাইফুজ্জামান শিখর, বেসরকারি টিভি ডিবিসি’র সিইও মঞ্জুরুল ইসলাম। 

/জেবি/

 আরও পড়তে পারেন: ছয় মাসেও চার্জশিট নেই লিপু হত্যাকাণ্ডের

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে