X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কুলাউড়ায় হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৭, ০৫:৫৮আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ০৬:০৬

হাতি (ফাইল ফটো) মৌলভীবাজারের কুলাউড়ায় পোষা হাতির আক্রমণে ইছহাক আলী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স ৭৫ বছর। রবিবার (৫ নভেম্বর) বিকালে কুলাউড়া উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিটির নাম ‘লক্ষ্মী’। এর মালিক উপজেলা সদরের বাসিন্দা মোস্তফা উদ্দিন। মাহুত (হাতি দেখাশোনাকারী ব্যক্তি) হাতিটিকে নিয়ে পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকা থেকে সড়কপথে কুলাউড়ায় নিয়ে আসছিলেন।
রবিবার বিকাল ৪টার দিকে বাংলাবাজার এলাকায় পৌঁছালে হাতিটি হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে সে ইছহাকের ওপর আক্রমণ চালায়। হাতিটি তখন শুঁড় দিয়ে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এরপর পা দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
এ সময় বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন। পরে হাতিটি পার্শ্ববর্তী কর্মধা এলাকার দিকে চলে যায়।
খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তারা। এসেছিল পুলিশও। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, ‘কর্মধা এলাকায় মাহুতের মাধ্যমে হাতিটিকে নিয়ন্ত্রণে এনে পায়ে লোহার শিকল পরিয়ে একটি বড় গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। বন বিভাগের বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
হাতির মালিক মোস্তফা উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে ময়নাতদন্তের জন্য ইছহাকের লাশ পাঠানো হবে মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে। তার বাড়ি কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলি গ্রামে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক জানালো সংসদ
এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক জানালো সংসদ
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে