X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চালককে চড় দেওয়ায় স্কুল ছাত্র হাসানকে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ মে ২০১৮, ১২:৩৮আপডেট : ২৬ মে ২০১৮, ১৩:৫০

মৌলভীবাজার

 চড় দেওয়ার প্রতিশোধ নিতেই স্কুল হাসানকে হত্যা করা হয়েছে বলে শিকার করেছে তার বাবা গাড়ি চালক এরশাদ। গাড়ি পার্কিংয়ের সময় আব্দুল্লাহ হাসানের (১৪)  গায়ে প্রাইভেটকারের ধাক্কা লাগলে সে তার বাবার প্রাইভেটকার চালক এরশাদকে চড় দেয়। এর প্রতিশোধ নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে আদালাতে স্বীকার করেছে গাড়ি চালক এরশাদ। মৌলভীবাজারের বড়লেখায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামানের আদালতে গত বুধবার সে এই স্বীকারোক্তি দেয়। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর শিবিরুল ইসলাম।

মামলাটি পিবিআইতে স্থানান্তরের পর তিনি এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছেন উল্লেখ করে বলেন, গাড়ি চালক এরশাদ মিয়া খুব ঠাণ্ডা মাথায় ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ড ঘটালেও সে ছিল সন্দেহের ঊর্ধ্বে। তার তিনটি কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে পিবিআই তদন্তে অগ্রসর হয়। ঘটনার রাতে গাড়ি চালক এরশাদ সচরাচর যেখানে ঘুমায় সেখানে না ঘুমিয়ে অন্য স্থানে ঘুমিয়েছে। ঘটনার কয়েকদিন আগেই স্ত্রী-সন্তানদের অন্যত্র পাঠিয়ে দেয়। ঘটনার পর চাকুরি ছেড়ে দেওয়া। মুখে দাঁড়ি রাখা এবং আত্মগোপন করা। এসব কারণে সন্দেহ হওয়ায় তাকে আটকের সিদ্ধান্ত নেয় পুলিশ।

গত ১৯ মে মৌলভীবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। পরদিন আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের তিন দিনের মাথায় সে স্কুলছাত্র আব্দুল্লাহ হাসান হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেয়।

তিনি আরও বলেন, আদালতে স্বীকারোক্তিতে এরশাদ মিয়া জানিয়েছে, ঘটনার প্রায় তিনমাস আগে স্কুলছাত্র হাসান তাকে চড় মারায় সে খুব অপমান বোধ করে। তখন থেকেই সে হাসানকে হত্যার পরিকল্পনা নেয়। জরুরি কথা বলবে বলে তাকে নির্জন টিলায় নিয়ে খাসিয়া দা দিয়ে কুপিয়ে হত্যা করে।নিখোঁজের ১০ দিন পর ২৮ জানুয়ারি রাতে মোহাম্মদনগর এলাকার একটি নির্জন টিলার ঢালু স্থানে আব্দুল্লাহ হাসানের খন্ডিত পচা লাশ উদ্ধার করে পুলিশ।

গাড়ি চালক এরশাদ মিয়া ভোলা জেলার শশীভূষন থানার চরমায়া গ্রামের কবির মিয়ার ছেলে। নিহত স্কুলছাত্র উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের সৌদি প্রবাসী আব্দুর রহিমের ছেলে। সে সিলেটের দক্ষিণ সুরমা মনির আহমদ একাডেমির নবম শ্রেণির ছাত্র ছিল।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ জানুয়ারি রাতে আব্দুল্লাহ হাসান বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। ছেলে নিখোঁজের সংবাদ পেয়ে ২৩ জানুয়ারি সৌদি থেকে দেশে ফিরেন তার বাবা আব্দুর রহিম। এ ঘটনা তিনি ৩০ জানুয়ারি তিন জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?