X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অভিযোগ দিয়েও সহযোগিতা পাচ্ছি না: আরিফ

সিলেট প্রতিনিধি
২৩ জুলাই ২০১৮, ১৪:১৮আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৪:২০

সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে একাধিকবার অভিযোগ দেওয়ার পরও কোনও ধরনের সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপিরর মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘অভিযোগ দেওয়ার পর পরই দেখা যায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে। সিটি নির্বাচনে কোনও কারচুপি হলে এর দায় নিতে হবে সরকার, নির্বাচন কমিশন ও পুলিশকে।’

সোমবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে প্রধান নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি।

আরিফ বলেন, ‘সিলেটে এসব ঘটনা যদি দ্রুত বন্ধ না হয়, তাহলে আমি সরাসরি নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এসব বিষয়ে অবগত করবো। সম্প্রতি নির্বাচন অফিসে একাধিক অভিযোগ দেওয়ার পরও তার কোনও অগ্রগতি হয়নি। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ বিভিন্ন নেতাদের মোবাইলে ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, সিলেটের পবিত্র মাঠিতে সিটি নির্বাচন নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করা হলে তা এই নগরীর মানুষকে নিয়ে প্রতিহত করা হবে। কারচুপির প্রভাব পড়বে আগামী সংসদ নির্বাচনে। কারণ এই সিলেট-১ আসনে যে প্রার্থী জয়ী হয়, সেই  প্রার্থীর দলই সরকার গঠন করে। এমনকি আমাদের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিলেট সিটি করপোরেশন এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণায় নামলে তাদেরকে নানাভাবে হয়রানি করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশও আমাদের সঙ্গে সবসময় অসদাচরণ করে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর (অব.) রুহুল আলম চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখওয়াত হোসেন জীবন, সাবেক এমপি শাম্মী আক্তার, দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র