X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‌‘রাজনৈতিক অঙ্গনে কামরান ভাইয়ের শত্রু নেই’

সিলেট প্রতিনিধি
১৫ জুন ২০২০, ১৭:৪৫আপডেট : ১৫ জুন ২০২০, ১৮:৫৭

বদর উদ্দিন আহমদ কামরান সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান তৃণমূল নেতাকর্মীদের পছন্দের নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,  'দলের নেতাকর্মীদের বিপদ শুনলেই অন্যরা এগিয়ে আসার আগে তিনি এগিয়ে আসতেন। আওয়ামী লীগের রাজনীতি করলেও সব দলের মানুষ তাকে পছন্দ করতেন। এ কারণে রাজনৈতিক অঙ্গনে কামরান ভাইয়ের কোনও শত্রু ছিল না।'

অধ্যাপক জাকির হোসেন বলেন, 'দলের কাজ কীভাবে করতে হয়, নেতাকর্মীদের কীভাবে একত্রিত রাখতে হয়, সেই কৌশল কিংবা দক্ষতা কামরান ভাইয়ের ছিল। তিনি যেকোনও বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দিতে পারতেন। তার দিকনির্দেশনায় আমরা অনেক কঠিন কাজ সহজে করেছি। অভিভাবক হিসেবে কামরান ভাই আমাদের মাঝে অমর হয়ে থাকবেন। তার দেখানো পথ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিকনির্দেশনা নিয়ে আমরা দলকে আবারও সুসংগঠিত করবো।'

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, 'কামরান ভাইয়ের মৃত্যুতে দল তথা সিলেটের অনেক ক্ষতি হয়ে গেছে; যা কখনও পূরণ হওয়ার নয়। তিনি মেয়র না থাকার পরও সিলেটের মানুষ তার কাছে ছুটে যেতেন, নানা সমস্যা নিয়ে। তিনি মানুষের সমস্যাগুলো সমাধান করে দিতেন। তার বাসার একটি কক্ষের দরজা সবসময় মানুষের জন্য খোলা থাকতো। দলের একজন দক্ষ কারিগর ছিলেন তিনি। সিলেটের কোনও সমস্যা দেখা দিলেই কামরান ভাই সবার আগে ছুটে যেতেন। এ জন্য তাকে জনতার কামরান বলা হতো।'

সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, 'কামরান ভাইয়ের মৃত্যুতে সিলেটে ব্যাপক শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি দলের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তার ভালো একটি গুণ ছিল, সবাইকে নিয়ে কাজ করা। দলের দুঃসময়ে কামরান ভাইয়ের দক্ষ নেতৃত্ব বিশাল গুরুত্ব বহন করতো। আমি একজন রাজনৈতিক অভিভাককে হারিয়ে হতভম্ব।'

 সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল বাংলা ট্রিবিউনকে বলেন, 'যেকোনও পরিস্থিতিতে কামরান ভাইয়ের ভূমিকা নিখুঁত ছিল। তার যোগ্য নেতৃত্বের কারণে সিলেটে আওয়ামী লীগ আজ অনেক শক্তিশালী।'

উল্লেখ্য, গত ৫ জুন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সিলেটের সাবেক মেয়র কামরানের করোনা শনাক্ত হয়। পরদিন ৬ জুন সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৪ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন বদর উদ্দিন আহমদ কামরান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান দুই মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়া টানা প্রায় ২০ বছর সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন…

সিলেটের সাবেক মেয়র কামরান আর নেই

বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ