X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘পাঁচ মিনিটের শিলাবৃষ্টিতে সব শেষ’

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ১৭:২৫আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৭:৩০

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে উপজেলার জালধরা, কালিজানি, মেধাসহ বেশ কয়েটি হাওরের বোরো জমিতে শিলাবৃষ্টি পড়ায় বাদশাগঞ্জ ও পাইকুরাটি, ধর্মপাশা ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচ হাজার কৃষকের জমির ধান ঝরে পড়ে গেছে।

স্থানীয়রা জানান, দুটি ইউনিয়নের সলব, ভাটাপাড়া,নুতনপাড়া, বৌলাম, সরিশ্যাম, গাভী, মির্জাপুর, নওধার, ঝিংলিগড়া, কান্দুরিসহ ২০টি গ্রামের কৃষক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে ৫ মিনিটের শিলাবৃষ্টিতে পাট, পাকা ধানের ক্ষতি হয়েছে।’

ধান শীষ থেকে ঝরে পড়েছে বাদশাগঞ্জ ইউনিয়নের গাভী গ্রামের কৃষক মন্তাজ আলী বলেন, ‘এক রাতের ৫ মিনিটের শিলাবৃষ্টি আমাদের জমির পাকা ধান ঝরিয়ে ফেলেছে। আমার মতো শতশত কৃষকের জমি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুজ্জামান বলেন, ‘কয়েক মিনিটের শিলাবৃষ্টি কৃষকদের পথে বসিয়ে দিয়েছে। জমির পাকা ধান এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে।’

বৌলাম গ্রামের আব্দুল কাঈয়ুম বলেন, ‘যেভাবে শিলাবৃষ্টি হয়েছে জমিতে আর কাচি লাগানো যাবে না। সবকিছু শেষ করে দিয়েছে। জমিতে ধান নেই আছে শুধু গাছ।’

উপজেলা কৃষি বিভাগের লোকজন বাদশাগঞ্জ ও পাইকুরাটি এবং ধর্মপাশা উপজেলা সদরে হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করার কাজ করছেন। শিলাবৃষ্টির ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ