X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ঝুমন দাশের জামিন বহাল

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ২০:২৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২০:২৮

আলোচিত ঝুমন দাশের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি সুনামগঞ্জের আদালত থেকে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে তার জামিন বহাল রেখেছেন ট্রাইব্যুনালের বিচারক।

বুধবার (০৮ ডিসেম্বর) সিলেটের সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দেন তিনি। ট্রাইব্যুনালে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে হাইকোর্ট থেকে দেওয়া জামিন বহাল রাখার আবেদন জানালে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনালের বিচারক।

এর আগে ৬ ডিসেম্বর সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ঝুমন দাশকে হাজিরের জন্য সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন তার আইনজীবী মো. নূর আলী। আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ ডিসেম্বর ঝুমন দাশকে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে হাজিরের অনুমতি দেন বিচারক। দুপুর ১২টায় ঝুমন দাশ সাইবার ট্রাইব্যুনালে হাজির হন।

ঝুমন দাশ বলেন, জেলার বাইরে না যাওয়ার শর্তে আমাকে জামিন দিয়েছেন উচ্চ আদালত। তাই আমি জেলার বাইরে যেতে পারি না। মামলাটি স্থানান্তর হওয়ার পর সিলেট ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার অনুমতির জন্য সুনামগঞ্জের আদালতে আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করায় বুধবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছি। এখন মামলা সংক্রান্ত কিছু কাজে সিলেটে অবস্থান করছি। 

ঝুমন দাশের সুনামগঞ্জের আইনজীবী নূর আলী বলেন, সিলেটে সাইবার ট্রাইব্যুনালে হাজিরের জন্য আদালতে আবেদন করেন ঝুমন দাশ। আদালত তার আবেদন মঞ্জুর করে সিলেটে যাওয়ার আদেশ দেন। 

ঝুমন দাশের সিলেটের আইনজীবী সৈয়দ কাওসার আহমদ বলেন, বুধবার দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল কাশেমের আদালতে ঝুমন দাশ হাজির হন। আদালত তার জামিন বহাল রাখেন।

তিনি বলেন, সুনামগঞ্জে সাইবার ট্রাইব্যুনাল না থাকায় ঝুমন দাশের মামলাটি বিচারের জন্য সিলেটের ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। নিয়ম অনুযায়ী আদালত পরিবর্তন হলে যে আদালতে মামলা স্থানান্তর হয়, ওই আদালতে জামিন বহালের আবেদন করতে হয় আসামিকে। তবে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার কার্যক্রম চলবে।

প্রসঙ্গত, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত ১৬ মার্চ ঝুমন দাশকে আটক করে পুলিশ। ২২ মার্চ তার বিরুদ্ধে শাল্লায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ওই মামলায় ঝুমন দাশ প্রায় ছয় মাস কারাগারে ছিলেন। গত ২৩ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান।

/এএম/
সম্পর্কিত
এবারের আবেদনেও জামিন পাননি জবির সহকারী প্রক্টর
সাংবাদিকের ওপর হামলা: ছাত্রলীগ নেতাসহ দুই জনের জামিন
ফের জামিন নামঞ্জুর ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীর
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!