X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ডা. মুরাদের এমপি পদ বাতিলের বিষয়ে যা বললেন পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ১৬:২৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৬:২৪

কিছু কিছু অ্যাকশন আছে, প্রধানমন্ত্রী চাইলেও নিতে পারেন না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘সরকারের একজন প্রতিমন্ত্রী (ডা. মুরাদ হাসান) অন্যায় আচরণ করেছিলেন, প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছেন। ওই মন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছিল। তাকে (মুরাদ হাসান) প্রধানমন্ত্রী চাইলেও সংসদ সদস্য পদ থেকে বাদ দিতে পারেন না। তিনি নির্বাচিত সংসদ সদস্য। এ বিষয়ে প্রধানমন্ত্রী যা করতে পারতেন তা সঙ্গে সঙ্গে করেছেন। এক মিনিটও অপেক্ষা করেননি। তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। তার রিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অ্যাকশন নিতে জামালপুর জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কমিটি সুপারিশ করেছে। কাল পরশু কেন্দ্রীয় কমিটি মিটিংয়ে বসলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে। সংসদ সদস্য থেকে তাকে বাদ দেওয়ার  ক্ষমতা সরকারের নেই। তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংসদ, সরকার নয়।’

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের নুরুল হক ভবনের উদ্বোধন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, এএসপি মো. জয়নাল আবেদীন, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক তামিম ইয়াসমিন প্রমুখ।

২০১৬ সালে জেলা ক্রীড়া সংস্থার অব্যবহৃত ভবনে সুনামগঞ্জে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের যাত্রা শুরু হয়।   দুই বছর পর শহরের জেল রোড এলাকায় ৩০ শতক জায়গার স্কুলের কার্যক্রম শুরু হয়। জেলার বিশিষ্ট ব্যবসায়ী  জিয়াউল হক ও তার পরিবারের পৃষ্ঠপোষকতায় পৃষ্টপোষকতায় একতলা বিশিষ্ট নুরুল হক ভবনে আজ থেকে স্কুলের শিক্ষার্থীরা ক্লাস করবেন। স্কুলের ৯০ জন শিক্ষার্থীকে সাতটি পৃথক বিষয়ে হাতে কলমে শিক্ষা দেবেন শিক্ষকরা। আলোচনা সভাশেষে মন্ত্রীকে ও মঞ্চে আগত অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

/এফআর/
সম্পর্কিত
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
স্বাধীনতা দিবসে চীনের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
সর্বশেষ খবর
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের