X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভোটের ৪ দিন পর কেন্দ্র থেকে সিল মারা ব্যালট উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১৮:৪৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৮:৪৬

ভোট গ্রহণের চার দিন পর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের একটি কেন্দ্র থেকে ব্যালট সিল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। 

রবিবার (৯ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের গুলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের একটি কক্ষ থেকে নৌকা, ঘোড়া ও চশমা মার্কায় সিল মারা তিন প্যাকেট ব্যালট পেপার উদ্ধার করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুদু মিয়া বলেন, একটি কক্ষে তিন প্যাকেট ব্যালট পেপার দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে পুলিশ ও প্রশাসন এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। 

সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা ডা. আল মাহমুদ হাছান বলেন, ইউএনওর সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। এ ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বলেন, বিদ্যালযের প্রধান শিক্ষক বিষয়টি তাকে অবহিত করেন। পরে নৌকা, চশমা ও ঘোড়া মার্কায় সিল দেওয়া ব্যালট পেপার নিয়ে আসা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ চৌধুরী জানান, কতগুলো ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে জানা নেই। কেন্দ্রের ভেতর থেকে প্রিসাইডিং কর্মকর্তা এগুলো নিয়ে আসেন। 

উল্লেখ্য, পঞ্চম ধাপে গত বুধবার ধর্মপাশার সুখাইড় রাজাপুর দক্ষিণসহ ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়। ওই ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (চশমা প্রতীক) মোকাররম হোসেন ৫৩ ভোটের ব্যবধানে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সেলিম রাজা চৌধুরী। তিনি নৌকা প্রতীকে দুই হাজার ২০৮টি ভোট পেয়েছিলেন

/এসএইচ/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া