X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
মানবতাবিরোধী অপরাধ

মৌলভীবাজারের ৩ জনের মৃত্যুদণ্ড, রায় দ্রুত কার্যকর চান মুক্তিযোদ্ধারা 

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ মে ২০২২, ২০:২৯আপডেট : ১৯ মে ২০২২, ২০:২৯

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুই ভাইসহ তিন জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আদালত। রায়ের ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা সন্তোষ জানিয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

রায়ে সন্তোষ জানিয়ে মৌলভীবাজার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, রাজাকারের ফাঁসি হলো, মুক্তিযোদ্ধার বিজয় হলো। পঞ্চশ বছর পর আমরা দায়মুক্তি পেলাম। যারা অপরাধ করেছে, পঞ্চাশ বছর পর তাদের বিচার হয়েছে। এতে প্রমাণিত হলো অপরাধ করে কেউ পার পায় না।

রায় কার্যকরে যারা তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন এবং যারা বিচারিক কার্যক্রম পরিচালনা করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি রায় দ্রুত কার্যকরে সরকারে প্রতি আহ্বান জানান তিনি। 

বড়লেখা সদর ইউনিয়নের ইউপি সদস্য ফখরুল মিয়া মোবাইলফোনে জানান, রায়ে খুশি হয়েছে নির্যাতনের শিকার পাখিয়ালা গ্রামের মুক্তিযোদ্ধা মঈন কমান্ডারের পরিবারের সদস্যরা।

জানা যায়, ২০১৪ সালের ১৬ অক্টোবর দণ্ডপ্রাপ্ত তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয়। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি তিন জনের বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। একই বছরের ১ মার্চ আজিজ ও মান্নানকে গ্রেফতার করে মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ। গ্রেফতারের পর ২ মার্চ ওই দুই জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। আর অপর আসামি মতিন শুরু থেকে পলাতক রয়েছেন। ২০১৬ সালের ১৪ নভেম্বর তিন আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করে তদন্ত সংস্থা। তদন্ত সংস্থা তিন আসামির বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মৌলভীবাজারের বড়লেখা এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো পাঁচটি মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পায়।  

/টিটি/
সম্পর্কিত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ জমাদার
মানবতাবিরোধী অপরাধ: শেরপুরের ৩ জনের যাবজ্জীবন
মানবতাবিরোধী অপরাধ: শেরপুরের ৩ আসামির রায়ের তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না