X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘‌স্কুলড্রেসের’ জন্য ছাত্রীকে শাস্তির অভিযোগে শিক্ষিকা বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ১৬:৫৭আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৬:৫৭

হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘স্কুলড্রেস’ পরে না আসায় ছাত্রীকে শাস্তি দেওয়ার অভিযোগে খণ্ডকালীন এক সহকারী শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) দুপুরে ওই শিক্ষিকাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

তিনি বলেন, ‘ছাত্রীকে শাস্তি দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। এজন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী স্কুলড্রেস ছাড়া শ্রেণিকক্ষে আসে। এ সময় বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষিকা তাকে শাস্তি দেন বলে অভিযোগ ওঠে। 

বিষয়টি ওই ছাত্রীর পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খানমকে লিখিতভাবে জানায়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার বিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষিকাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন। এরই মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, বিষয়টি নিয়ে রবিবার সন্ধ্যায় সভা ডাকে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের অভিভাবক সদস্য একেএম আজিজুর রহমানকে আহ্বায়ক ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সিনিয়র শিক্ষক সরোয়ার আলমকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। এরই মধ্যে তদন্ত কমিটি ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সোমবার দুপুরে ওই শিক্ষিকাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ওই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
দায়িত্বে গাফিলতির কারণে ডুবে গিয়েছিল রজনীগন্ধা ফেরি, ১১ জন বরখাস্ত
যৌন হয়রানির অভিযোগে জবির আরেক শিক্ষক বরখাস্ত
ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি করায় এসআই বরখাস্ত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন