X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ১৩:৫৬আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৪:০০

হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট চলছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল থেকে কোনও রুটে বাস ছেড়ে যায়নি। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এর আগে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে ধর্মঘটের ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জেলার নবীগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় সালামতপুরে নির্মিত সরকারি বাস টার্মিনালে বাসগুলোকে যেতে দিচ্ছে না। উপজেলা শহরে যানজটের অজুহাতে তারা টার্মিনালে বাস যেতে দেয় না। গত বুধবার হঠাৎ গাড়িগুলো আটকে দিয়ে জরিমানা করেছে। অথচ অবৈধ নসিমন, করিমন, ইজিবাইক শহরে যানজট সৃষ্টি করলেও সেগুলো বন্ধ করা হচ্ছে না। একারণে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সব গণপরিবহন বন্ধ রাখার ডাক দেয়।

এদিকে ধর্মঘটের অজুহাতে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার ভাড়া বাড়ানো হয়েছে। সকাল থেকেই অনেক যাত্রীকে গাড়ির জন্য দীর্ঘক্ষণ বসে থাকতে দেখা গেছে। সবমিলিয়ে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

রুমা আক্তার জনি নামে এক চাকরি প্রার্থী বলেন, ‘আজ নবীগঞ্জ থেকে হবিগঞ্জে আসতে অন্যান্য দিনের চেয়ে দ্বিগুণ ভাড়া গুনতে হয়েছে।’

রুমেল নামে এক যাত্রী বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকদের কাছে আমরা যাত্রীরা জিম্মি হয়ে পড়ছি। কথায় কথায় তারা কোনও ধরনের ইস্যু ছাড়াই ধর্মঘটের নামে যাত্রীদের চরম হয়রানি করছে।’

কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে শনিবার (১৯ নভেম্বর) বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। দলটির নেতাদের দাবি, কোনও ধরনের ইস্যু ছাড়াই হঠাৎ করে সিলেটে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ধর্মঘট ডেকেছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সালমান আহমেদ নামে জেলা ছাত্রদলের এক কর্মী জানান, বাস ধর্মঘটের কারণে সিলেটে জনসভায় যোগদানের জন্য ভোরে বাইসাইকেল নিয়ে হবিগঞ্জ থেকে রওনা হতে হয়েছে। কোনও বাধাই তাদের আটকে রাখতে পারবে না।

/এসএইচ/
সম্পর্কিত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া