মৌলভীবাজারে রাজনগর উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ মে) দুপুরে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) সোলায়মান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- জেলার রাজনগর উপজেলার ছিক্কা গ্রামের মজমিল মিয়ার ছেলে মোবারক মিয়া (২২) ও কাসিমপুরের মৃত হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৪০)।
রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিখিল রঞ্জন দাশ ও আসামিপক্ষের আইনজীবী সানোয়ার হোসেন ও বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নিখিল রঞ্জন দাশ বলেন, ভুক্তভোগীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে তার ভাই বাদী হয়ে রাজনগর থানায় ২০১৮ সালের ২ জুন হত্যা মামলা করেন। আদালতে সেই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মামলার দুই আসামির মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক। একইসঙ্গে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিল। রায় শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী সানোয়ার হোসেন ও বিল্লাল হোসেন বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।
বাদী মামলার এজাহারে উল্লেখ করেছিলেন, ২০১৮ সালের ৩০ মে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে বিকাল অনুমান ৩টায় ৭০ হাজার টাকা নিয়ে ধান কেনার জন্য বের হয়। ওই দিন সন্ধ্যার পরে বোনের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে কল করলে সে জানায়, রাজনগর পৌঁছেছে। রাত অনুমান ৮টার সময় বোন বাড়িতে না আসা আবার কল দিলে সে বলে, আমাদের পরিচিত রাজনগর থানাধীন মোবারকের বাড়িতে যাচ্ছে। একটু পর কল দেবে বলেই কেটে দেয়। এরপর থেকে আর খোঁজ মেলেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে ২ জুলাই রাজনগর থানায় এসে জানতে পারি, রাজনগর থানা পুলিশ রাজনগর ইউনিয়নের জনৈক মোবারকের বসতবাড়ির দক্ষিণ পার্শ্বে সংলগ্ন মাছু গাঙ্গ (খালে) থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেছে। পরে হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করি। ওই ঘটনায় রাজনগর থানায় হত্যা মামলা করা হয়।