X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এইচএসসির পুনঃনিরীক্ষার ফল প্রকাশ: সর্বোচ্চ পরিবর্তনে এবার ঢাকা বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৬, ০০:৪৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ০০:৪৯





এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল পরিবর্তন দেশের আটটি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল পরিবর্তনে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শুধু তাই নয়, গত বছরের চাইতে ওই বোর্ডে প্রায় দ্বিগুণ শিক্ষার্থীর পরীক্ষার ফলাফলে পরিবর্তন এসেছে।
শনিবার পুনঃনিরীক্ষার ফল প্রকাশের পর এমন তথ্য পাওয়া গেছে।
গত ৮ আগস্ট ফল প্রকাশের পর শুধু ঢাকা বোর্ডে ১ লাখ ৪০ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়। চট্টগ্রাম বোর্ডে ৫৫ হাজার, রাজশাহী বোর্ডে ৪০ হাজার, কুমিল্লা বোর্ডে ৩২ হাজার, যশোর বোর্ডে ৩১ হাজার, সিলেট বোর্ডে ১৭ হাজার, বরিশাল বোর্ডে সাড়ে ১৯ হাজার এবং দিনাজপুর বোর্ডে সাড়ে ২৭ হাজার শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন।
জানা গেছে, এবার ফল পুনঃনিরীক্ষণের আবেদনের সংখ্যা বেশি ছিল। আবেদন বেশি হওয়ার পেছনে ফলে জিপিএ-এর পাশাপশি নম্বর দেখতে পাওয়া অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমান। তিনি বলেন, ‘এ বছর গ্রেড পয়েন্টের সঙ্গে শিক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছে, তাও দেখতে পেয়েছে। শিক্ষার্থীরা নম্বর দেখতে পাওয়ায় পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার প্রবণতাও বেড়েছে। ফলে, ফলাফলেরও বেশ খানিকটা পরিবর্তন হয়েছে।
অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর ঢাকা বোর্ডে সর্বোচ্চ আবেদনের পরিপ্রেক্ষিতে ১ হাজার ৯ জন শিক্ষার্থীর পরীক্ষার ফলাফলে পরিবর্তন হয়েছে। নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে ১শ ১৫ জন। অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ করা হয়েছে ২০৪ জনকে।
এ বিষয়ে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, ‘আগের সব পরিসংখ্যান ছাড়িয়ে এবার ফল পরিবর্তনের রেকর্ড হয়েছে।’
এদিকে, এইচএসসি’র পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করে কুমিল্লা শিক্ষা বোর্ডে বিভিন্ন বিষয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ২৪৬ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, নতুন করে ২৪ জন জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৯৩৬ জন জিপিএ-৫ অর্জন করেছে।
এদিকে, যশোর শিক্ষাবোর্ডের ১৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। এর মধ্য দিয়ে অকৃতকার্য ৩৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, এবছর ৩১ হাজার ৯৫৬জন পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছিল।
ফলাফল পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ড থেকে ৩০ জন শিক্ষার্থী পাস করেছে। এবার মোট ১৯ হাজার ৬৯৯ শিক্ষার্থী আবেদন করেছিল। তাদের মধ্যে মোট ৭৮ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। অকৃতকার্য ৩০ জন পাস করেছে ও নতুন করে দুইজন জিপিএ-৫ পেয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৩ হাজার ৬৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। ৮ আগস্ট প্রকাশিত ফলাফলে ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাসের হার ছিল ৭৪.৭০ শতাংশ।
/আরএআর/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা