X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৫

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৭, ০৫:৩৩আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ০৫:৪৫
image

বাকৃবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৫

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, রাসেল হোসেন, আশিক মাহমুদ, হাসান বিশ্বাস নীরব, ইমতিয়াজ আবির ও মুনতাসীর।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের সহ-সভাপতি সুজনের নেতৃত্বে নেতাকর্মীদের দলীয় লিফলেট বিতরণকে কেন্দ্র করে বুধবার বিকেলে ১ নম্বর গেইট এলাকায় ছাত্রলীগের সাথে প্রথমে কথা কাটাকাটি পরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ছাত্রদল নেতাকর্মীরা পাশের হর্টিকালচার ডরমেটরিতে আশ্রয় নেয়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ডরমেটরিতে ঢোকার চেষ্টা করে। এসময় ছাত্রদল নেতাকর্মীরা লাঠিসোটা ও লাকড়ি নিয়ে ছাত্রলীগের ওপর হামলা চালিয়ে মারধর করে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জাকির হোসেনসহ কর্মকর্তারা এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আহতদের দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর সচ্চিদানন্দ দাস, সহকারী প্রক্টর প্রফেসর আজহারুল ইসলাম।

বাকৃবি শাখার সাবেক ছাত্রলীগের অর্থ সম্পাদক এলিন হোসেন জানান, সকালে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে দলীয় লিফলেট বিতরণ করার সময় বাঁধা দিলে তারা ক্যাম্পাস ছেড়ে চলে যায়। আবারও তারা লিফলেট বিতরণের খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

প্রফেসর জাকির হোসেন জানান, হামলার ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসের পরিস্থিতি এখন সম্পুর্ণ নিয়ন্ত্রণে আছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে হামলার ঘটনার বিষয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি।

/এমএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস