X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘ইবিতে অস্ত্রের প্রশিক্ষণ নেওয়া ঢাবি শিক্ষক’ মতিয়ারের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ২৩:৫২আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২৩:৫২

পিস্তল হাতে মতিয়ার রহমান ‘ইবিতে অস্ত্রের প্রশিক্ষণ নেওয়া মতিয়ার এখন ঢাবি শিক্ষক’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় তিনি প্রতিবাদলিপি পাঠান।
ঢাবি শিক্ষক মতিয়ার রহমানের প্রতিবাদলিপিতে বলা হয়, ‘বিভিন্ন ইন্টারনেটভিত্তিক ও প্রিন্ট মিডিয়ায় আমার সম্পর্কে মিথ্যা ও মানহানিকর যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদের সঙ্গে সংযুক্ত ছবিটি উদ্দেশ্যমূলকভাবে প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে যা আমার জন্য অত্যন্ত মর্যাদাহানিকর।’
প্রতিবাদলিপিতে মতিয়ার জানান, অত্যন্ত সাফল্যের সঙ্গে শিক্ষাজীবন শেষ করার পর মেধার ভিত্তিতে প্রথমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে, পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং সর্ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে নিয়োগ পান তিনি। পেশাদারিত্বের সঙ্গে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতিয়ার রহমান বলেন, ‘ইতোপূর্বে পরিসংখ্যান বিভাগে স্বাধীনতার বিপক্ষের শক্তি, নারী নির্যাতনের কারণে ফৌজদারী অপরাধে অভিযুক্ত এবং পরীক্ষার ফলাফল জালিয়াতিসহ বিভিন্ন অশিক্ষকসুলভ কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের একটি গ্রুপ অত্যন্ত সক্রিয় ছিল। শিক্ষক হিসেবে এই বিভাগে যোগদানের পর থেকে আমি প্রগতিশীল শিক্ষকদের নিয়ে বর্তমান চেয়ারম্যানকে একাডেমিক এবং প্রশাসনিক কাজে সর্বতোভাবে সহযোগিতা করে আসছি।’
কুচক্রী মহল ব্যক্তিগত ও কর্মজীবনে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য এবং মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল শিক্ষকদের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই এই সংবাদটি ছড়ানো হয়েছে বলেও দাবি করেন মতিয়ার রহমান।

/এসএমএ/জেএইচ/

আরও পড়ুন-
ইবিতে অস্ত্রের প্রশিক্ষণ নেওয়া মতিয়ার এখন ঢাবির শিক্ষক

সম্পর্কিত
সর্বশেষ খবর
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস