X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কারিগরি শিক্ষায় বিনিয়োগ করতে বিত্তবানদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৪

 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ছবি: সংগৃহীত) ‘ভিশন ২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নত করতে চাইলে কারিগরি শিক্ষাকে বিশ্বমানের করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘বেসরকারি উদ্যোক্তা, পুঁজিপতি, ব্যবসায়ী ও কারখানা মালিকদের কারিগরি শিক্ষায় বিনিয়োগে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন উদ্ভাবনে বিনিয়োগ করতে হবে।’ শনিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে ‘স্কিলস কম্পিটিশন-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

কারিগরি শিক্ষা অধিদফতরের স্কিলস অ্যান্ড ট্রেনিং অ্যানহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি) অনুষ্ঠানটির আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অভিভাবকরা তাদের সন্তানদের বড় বড় সার্টিফিকেটধারী বানাতে চান। কিন্তু কোনও উদ্ভাবক বানাতে চান না। অথচ এটাই সবচেয়ে বেশি জরুরি। নতুন নতুন উদ্ভাবন ছাড়া দেশে এগুতে পারে না। এছাড়া এর মাধ্যমে আয়ও ভালো হয়। তাই আমাদের  বেশি বেশি উদ্ভাবক ও আবিষ্কারক দরকার। তবে এই উদ্ভাবনের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে বিনিয়োগ। তাই বেসরকারি উদ্যোক্তা, পুঁজিপতি, ব্যবসায়ী ও কারখানা মালিকদের এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন উদ্ভাবনে বিনিয়োগ করতে হবে।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আগে যখন ৫ কোটি মানুষ ছিল তখনও দুর্ভিক্ষ হতো। আর এখন ১৬ কোটি মানুষ। কিন্তু কষ্ট করতে হলেও প্রাকৃতিক দুর্যোগে আর দুর্ভিক্ষ হয় না। এর কারণ আমাদের কৃষক ও কৃষি বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবন। তাই কারিগরি শিক্ষার কোনও বিকল্প নেই।’

কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান, ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস’র রেজিস্ট্রার মো. সানোয়ার হোসেন, বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার ড. মো. মোখলেছুর রহমান প্রমুখ।

/আরএআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস