X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালুর উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৯, ১৮:৫২আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৯:৩১




মাউশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালুর জন্য দেশের সব জেলা শিক্ষা অফিসারের কাছে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. আবদুল মান্নান স্বাক্ষরিত এক আদেশে এই বিষয়ে বলা হয়েছে

অধ্যাপক আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল) মিড-ডে মিল চালু করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে খাবারের ব্যবস্থা থাকলে শিখন-শেখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মনোযোগ থাকে। উপস্থিতিও ভালো থাকে। এসব বিবেচনায় প্রথমে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হবে। তবে আমরা দেখতে চাচ্ছি সিঙ্গেল শিফটের কতটি প্রতিষ্ঠান আগ্রহ দেখায়। সিঙ্গেল শিফটের শিক্ষা প্রতিষ্ঠানে দুপুরের খাবার প্রয়োজন। যদি সম্ভব হয়, তাহলে পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে চালু করার ব্যবস্থা নেওয়া হবে।’

আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল ব্যবস্থা থাকলে শিখন-শেখানো কার্যক্রম অধিকতর ফলপ্রসূ হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসাররা তাদের নিজ জেলার যেসব প্রতিষ্ঠান মিড-ডে মিল চালু করতে চায় তার একটি তালিকা প্রস্তুত করবেন।

এতে আরও বলা হয়, কেবল আগ্রহী শিক্ষার্থীদের জন্য মিডডে মিলের ব্যবস্থা করতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মিলের জন্য ২০ টাকা নেওয়া যাবে। স্বাস্থ্যসম্মত রান্নার জায়গার ব্যবস্থা থাকতে হবে। রান্না, বাজার ও পরিবেশনের জন্য জনবল থাকতে হবে।

আদেশে এসব বিষয় বিবেচনা করে যেসব শিক্ষা প্রতিষ্ঠান মিড-ডে-মিল চালু করতে আগ্রহী তার একটি তালিকা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে শিক্ষা অধিদফতরে পাঠাতে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়।

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই