X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অনার্স-মাস্টার্স উঠিয়ে দেওয়ার আগেই এমপিওভুক্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২১, ১৯:৪৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৯:৪৬

দেশের ৩১৫টি বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স স্তর উঠিয়ে দেওয়ার আগেই শিক্ষকদের বিশেষ ব্যবস্থায় এমপিওভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ। বুধবার (৬ জানুয়ারি) বিকালে শিক্ষামন্ত্রী বরাবর জমা দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।

এর আগে সকালে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের ব্যানারে শিক্ষক নেতারা অনার্স মাস্টার্স স্তর উঠিয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। এ সময় শিক্ষক নেতরা আমরণ অনশন কর্মসূচির হুমকি দেন।

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তর উঠিয়ে দেওয়ার প্রতিবাদে সকালে আমরণ অনশনের হুমকির পর বিকালে জনবল কাঠামোতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষকদের দুটি সংগঠন। দুটি সংগঠনই কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করবে বলে জানিয়েছে।

বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের দাবি, আগে জনবল কাঠামো অন্তর্ভুক্ত করে এমপিও দিতে হবে। জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করার সুযোগ না থাকলে বিশেষ ব্যবস্থায় এমপিও দিতে হবে। তারপর অনার্স-মাস্টার্স স্তর উঠিয়ে দেবে কিনা না সরকার সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের সভাপতি ইমদাদুল হক মিলন এবং সাধারণ সম্পাদক এম মিলটন মণ্ডল স্বাক্ষরিত স্মারকলিপি দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ে।

এতে বলা হয়, দীর্ঘ ২৮ বছর বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স শিক্ষক হিসেবে আমরা কর্মরত আছি। প্রতিষ্ঠান থেকে দেওয়া যৎসামান্য সম্মানী বেমানান। করোনার সময় শিক্ষকরা সেই সম্মানীও পান না। দেশের ৩১৫টি কলেজে কর্মরত সাড়ে ৫ হাজার মানবেতর জীবন-যাপন করছেন।

প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন বেসরকারি পর্যায়ে অনার্স-মাস্টার্স স্তর উঠিয়ে দেওয়া হবে। কারিগরি শিক্ষাসহ বিভিন্ন বিষয়ের শর্টকোর্স চালু করা হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?