X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বহাল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১২

জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বহাল রাখার দাবি জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ’। বুধবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানায় তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত করেছেন। আমরা শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই সিদ্ধান্ত বাতিল করে পরীক্ষা গ্রহণের আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান চতুর্থ বর্ষ ও মাস্টার্স পরীক্ষা গত মার্চেই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা সংকটের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০১৭,২০১৮,২০১৯,২০২০ সেশনের মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীরা ২০২১ সালেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনীতে পৌঁছাতে পারেনি। টানা সেশনজটের পরে যখন সংকট উত্তরণের অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঠিক তখনই পরীক্ষা স্থগিতের মতো সিদ্ধান্ত আমাদের শিক্ষা জীবনের কালো অধ্যায় বলে বিবেচিত হয়েছে। করোনা পরিস্থিতিতে সকল সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কার্যক্রম চলমান থাকলেও স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা কোনও মেনে নেওয়া সম্ভব নয়।

সংগঠনের আহ্বায়ক মিনা আল আমিন বলেন, আজকে আমাদের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি,অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা গ্রহণ ও শিক্ষা কার্যক্রম শুরু করে এদেশের শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করুন। আর যদি আমাদের এই আহ্বানকে উপেক্ষা করা হয় তবে কঠোর কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবো।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টি এবং প্রেম
বৃষ্টি এবং প্রেম
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?