X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

‘মাদককে না বলুন’ কর্মসূচি সব শিক্ষা প্রতিষ্ঠানে পালনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ২০:২৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২০:২৫

‘মাদককে না বলুন’ কর্মসূচি সব শিক্ষা প্রতিষ্ঠানে পালনের নির্দেশ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষার সব অঞ্চলের উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২ ডিসেম্বর সই করা এ সংক্রান্ত চিঠি রবিবার (৫ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। 

এর আগে গত ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে পাঠদান শুরুর আগে ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপচিালককে নির্দেশ দেওয়া দেয়। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।  

শিক্ষা মন্ত্রণালয়ের গত ১১ নভেম্বরের চিঠিতে বলা হয়, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন সংক্রান্ত কমিটির চতুর্থ সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গত ৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণলয়কে চিঠি দেয়। এরপর গত ১০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মাদককে না বলার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্তে বলা হয়, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে যেদিন যে শ্রেণির পাঠদান থাকবে, সেদিন সে শ্রেণিতে পাঠদান শুরুর আগে মাদকের বিরুদ্ধে না বলা কর্মসূচি পালন করতে হবে।

আর ২০২২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে করোনাজনিত পরিস্থিতি স্বাভাবিক হলে সময় ও তারিখ নির্ধারণ করে দেশের সকল শিক্ষ প্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

 

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ
প্রধানমন্ত্রীর কাছে এসএসসি’র ফল হস্তান্তর
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সর্বশেষ খবর
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা