X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের ছুটির প্রস্তাব মন্ত্রণালয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২১, ২১:০৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২১:০৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০২২ সালের ছুটির তালিকাসহ বর্ষপঞ্জি (ক্যালেন্ডার) অনুমোদনের প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ছুটির তালিকাসহ বর্ষপঞ্জি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠান প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। রবিবার (২৬ ডিসেম্বর) আলমগীর মুহম্মদ মনসুরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

প্রস্তাবিত ছুটির তালিকায় ২০২২ সালে প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটিসহ মোট ছুটি ৮৫ দিন।

ছুটি অনুমোদনের প্রস্তাবে বলা হয়েছে— প্রতিবছরের মতো এ বছরও সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ছুটির তালিকাসহ বর্ষপঞ্জি (ক্যালেন্ডার) প্রস্তুত ও বিতরণ করা প্রয়োজন। সে লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২২ সালের জারি করা ছুটির তালিকার সঙ্গে মিল রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০২২ সালের ছুটির তালিকা, বিদ্যালয়ের কর্মঘণ্টাসহ বর্ষপঞ্জি (ক্যালেন্ডার) প্রস্তুত করা হয়েছে।

ছুটির প্রস্তাবে বলা হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষে জাতীয় দিবস যথাযথ মর্যাদায় বিদ্যালয়ে পালন করতে হবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি উপজেলা/থানা উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন নিতে হবে।  একশিফট বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল সোয়া তিনটা পর্যন্ত।  বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ২টা ২৫ মিনিট পর্যন্ত।  প্রাক প্রাথমিক সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।  প্রথম ও দ্বিতীয় শ্রেণি বেলা ১টা পর্যন্ত।  তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি  সকাল ৯টা থেকে বিকাল সোয়া তিনটা পর্যন্ত। দৈনিক সমাবেশ সকাল ৯টা থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত।

দুই শিফট বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত।  প্রাক প্রাথমিক সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল ৯টা থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। দৈনিক সমাবেশ সকাল সাড়ে ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত।

এক শিফটের বিদ্যালয়ে বার্ষিক কর্মঘণ্টা প্রথম ও দ্বিতীয় শ্রেণি ৭৭৯ ঘণ্টা, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি ১০৮৬ ঘণ্টা ১৫ মিনিট।  দ্বিতীয় শিফটের বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণি ৬২৭ ঘণ্টা এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি ৮৪১ ঘণ্টা ৩০ মিনিট।

প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষা ২৫ মে থেকে ২ জুনের মধ্যে। দ্বিতীয় সাময়িক পরীক্ষা ২২ আগস্ট থেকে ৩০ আগস্টের মধ্যে।  ২০২২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে। বার্ষিক পরীক্ষা ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় গ্রুপের ফল প্রকাশ
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা