X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ১৮:২৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৮:২৪

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে জাতীয় বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, পরিশুদ্ধ ও সুস্থ ধারার সমাজ সৃষ্টি আমাদের অভীষ্ট লক্ষ্য। জ্ঞানভিত্তিক সমাজ গঠন আমাদের আকাঙ্ক্ষা।

বুধবার (২৯ ডিসেম্বর) অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টি আমাদের আকাঙ্ক্ষা। এটা নিশ্চিত করতে পারলে দূর হবে অপসংস্কৃতির চর্চা, অগণতান্ত্রিক আচরণ, সাম্প্রদায়িক মনোভঙ্গি, ক্ষমতা দখলের অপপ্রয়াস।’

সিনেট চেয়ারম্যান ড. মশিউর রহমান বলেন, ‘জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন এবং স্বাধীনতার ৫০ বছরের গৌরব ও চেতনাকে শাণিত করে আমরা নতুন বর্ষ শুরু করতে যাচ্ছি।’

সিনেট চেয়ারম্যান বলেন, ‘আমাদের প্রিয় স্বদেশেই অকস্মাৎ বোমা হামলা, মানুষ হত্যা, আগুনে পুড়িয়ে জান-মালের ক্ষতি সাধন, মাদক, জঙ্গিবাদের উত্থান এরূপ বহুবিধ নেতিবাচক ও সমাজবিনাশী প্রবণতা লক্ষ্য করা যায়। নতুন প্রজন্মের জন্য এসব সুখকর বিষয় নয়। নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে সেই আলোকোজ্জ্বল মশাল, যেখানে নিবিড় ও গভীর দেশপ্রেমে জাগ্রত হবে তারা। ভালবাসবে মা-মাটি ও মাতৃভূমিকে। একইসঙ্গে নিজেদেরকে প্রস্তুত করবে আধুনিক শিক্ষা, বিজ্ঞান চেতনা ও মুক্তবুদ্ধিতে। সে লক্ষ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় গভীর মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছে।’

এ সিনেটে গত অধিবেশনে সার্ভিস রুলের বিভিন্ন ধারা ও তফসিলের সংযোজন-বিয়োজন পরিমার্জনপূর্বক সংবিধি সংশোধন অনুমোদন হয় বলে জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।

এ অধিবেশনে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য আরমা দত্ত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসি’র সাবেক সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশীদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক প্রমুখ।

এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ ৬২ জন সম্মানিত সিনেট সদস্য এবং তিন জন আমন্ত্রিত অতিথি অধিবেশনে সংযুক্ত ছিলেন। সিনেট অধিবেশন সঞ্চালনা করেন সিনেট সচিব রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ আজ
অনার্স পরীক্ষার ফল প্রকাশের আগেই ২৭০০ শিক্ষার্থীর উত্তরপত্র চুরি
জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা
সর্বশেষ খবর
দেশে তিনদিনের হিট এলার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিনদিনের হিট এলার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী