X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ছাত্রীকে র‌্যাগিং: শাবি’র ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

সিলেট প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৬, ১৮:৪৫আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৮:৪৫

শাবিপ্রবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের সময় এক ছাত্রী অজ্ঞান হওয়ার ঘটনায় ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
রবিবার শাবি’র প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোশাররফ হোসেন রাজু, সমাজকর্ম বিভাগের অসীম বিশ্বাস,গণিত বিভাগের নজরুল ইসলাম রাকিব, মোশাররফ হোসেন ও একই বিভাগের মাহমুদুল হক।
প্রক্টর কামরুজ্জামান জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহির বিন আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, অধ্যাপক আমেনা পারভীন ও প্রভাষক মুন্সী নাসের ইবনে আফজাল। কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত ২৮ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ছাদে গণিত বিভাগের নবাগত এক ছাত্রীকে র‌্যাগিং করে একই বিভাগের ছাত্র নজরুল ইসলাম রাকিব, মাহমুদ, মোশারফ ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের রাজু। র‌্যাগিংয়ের এক পর্যায়ে ছাত্রীটি অজ্ঞান হয়ে যায়। এ অবস্থায় ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আতিয়ার, মেহেদী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সালমান এর প্রতিবাদ জানায়। এক পর্যায়ে রাজু ও রাকিবের নেতৃত্বে প্রথম বর্ষের জুনিয়র শিক্ষার্থীরা আতিয়ার, মেহেদী ও সালমানের ওপর হামলা করে। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। প্রশাসনের আশ্বাসের ৪ দিনের মাথায় বহিষ্কার করা হলো ৫ ছাত্রকে।
/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস