X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফিরছেন শিক্ষার্থীরা, ঢাবিতে ক্লাস শুরু ৮ মে

ঢাবি প্রতিনিধি
০৬ মে ২০২২, ১৭:০০আপডেট : ০৬ মে ২০২২, ১৭:০০

প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুয়েকটি  ছাড়া সব বিভাগ রমজানের শুরুতে বন্ধ হয়ে যায়। কিন্তু করোনার কারণে সৃষ্ট শিক্ষা ঘাটতি পুষিয়ে নিতে ২৪ রোজা (২৬ এপ্রিল) পর্যন্ত ক্যাম্পাস খোলা ছিল। বিভিন্ন বিভাগে ছিল পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও  প্রেজেন্টেশন।

এবার ঢাবিতে ঈদের ছুটি শুরু হয় ২৭ এপ্রিল থেকে, যা  শেষ হচ্ছে আগামী রবিবার (৭ মে)। ক্লাস শুরু হবে ৮ মে থেকে। আর  তাই ঈদের আমেজ কাটতে না কাটতেই স্বজনদের ছেড়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

কলা অনুষদ,ব্যবসায় শিক্ষা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষা ছিল রমজানে। প্রায় সবগুলো বিভাগ পরীক্ষা শেষ করলেও দুয়েকটি বিভাগের ল্যাব ও ভাইবা বাকি আছে বলে জানা যায়। সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা এ মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে। সেজন্য বেশিরভাগ বিভাগ রমজানেই সেমিস্টারের ক্লাস শেষ করেছে। অপরদিকে কলা অনুষদে ভাষা বিজ্ঞানসহ বেশকিছু বিভাগে নতুন সেমিস্টারের ক্লাসও শুরু হয়েছে রমজানেই।

দু-একদিন আগে ফেরা শিক্ষার্থীরা কিছুটা অসন্তুষ্ট হলেও ক্যাম্পাসে বন্ধু-বান্ধবদের মাঝে ফিরতে পেরে আনন্দও অনুভব করছেন। হলের ডাইনিং বন্ধ থাকায় সাময়িক অসুবিধার কথাও জানান তারা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন বলেন, ‘অনেকদিন পর ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। মা,বাবা,ভাই বোনদের সঙ্গে ভালোই সময় কাটছিল। কিন্তু ঈদের আমেজ কাটতে না কাটতেই আবারও ফিরতে হলো। কারণ, রবিবার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। ১৯ মে থেকে সেমিস্টার ফাইনাল। তবে ভালো লাগা এখানেই যে, প্রিয় ক্যাম্পাসে বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডায় ফিরলাম।’

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসার উদ্দিন বলেন, ‘পরীক্ষা শেষ হয়েছে রমজানে, কিন্তু ল্যাব ও প্র্যাক্টিকাল থাকায় ফিরে এলাম, প্রস্ততি নিতে হবে। তবে ঈদের আমেজ এখনও রয়েছে গেছে। কিছুটা আগে ফিরে আসায় বন্ধুদের সঙ্গেও ঈদের আনন্দটা ভাগ করতে পারছি। সব মিলিয়ে ভালোই লাগছে। তবে হলের ক্যান্টিন ৮ মে খুলবে। তাই খাবারের জন্য বাইরে যেতে হচ্ছে।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
অ্যাকাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টারপ্ল্যান’
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা