X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অর্থ বিভাগের অসম্মতিতে আটকে আছে তাদের বেতন

এস এম আববাস
২৮ জুলাই ২০২২, ১০:০০আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৭:০৫

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের সাড়ে পাঁচ হাজারের বেশি শিক্ষক অর্থ বিভাগের বিমাতাসুলভ আচরণে বিপর্যস্ত। উদ্যোগ নিয়েও শিক্ষকদের এমপিওভুক্ত করতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকরা বলছেন— দীর্ঘ ২৯ বছরের বঞ্চনার অবসান হচ্ছে না তাদের। আর মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে— প্রস্তাবে রাজি হচ্ছে না অর্থ বিভাগ।

এ পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে বিকল্প ও বিশেষ ব্যবস্থায় এমপিওভুক্তির দাবি জানানো হয়। গত ১২ জুন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে বিকল্প প্রস্তাবসহ এমপিওভুক্তির আবেদন জানান বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন নেতারা।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি হারুন-অর-রশিদ বলেন, আমরা শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দুরবস্থার কথা জানিয়েছি। বিকল্প ব্যবস্থাসহ বিশেষ ব্যবস্থায় এমপিওভুক্তির আবেদন জানিয়েছি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করে অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের জনবল কাঠামোয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়। অর্থ মন্ত্রণালয়ের সম্মতির চেষ্টাও করা হয়। কিন্তু অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের তো দূরের কথা বেসরকারি কলেজের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির প্রস্তাবও অনুমোদন দেয়নি অর্থ বিভাগ। ফলে বিশেষ ব্যবস্থায় তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করার প্রক্রিয়া হাতে নেয় মন্ত্রণালয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল বলেন, মাদ্রাসার কামিল স্তরের একই পদের শিক্ষকরা এমপিওভুক্ত। অথচ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের এমপিও না দেওয়া বৈষম্য।

অনার্স-মাস্টার্স স্তরে শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতামত চাওয়া হয় বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের এমপিওভুক্তি জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ও অনার্স স্তরে শর্ট কোর্স চালু করার উদ্যোগ নেয়। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় ১২টি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সের অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কাউন্সিল। কোর্সগুলো হলো— ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ল্যাংগুয়েজ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, এন্ট্রাপ্রেনারশিপ, ফার্মিং টেকনোলজি, ডাটা অ্যানালাইসিস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি, সিকিউরিটি ম্যানেজমেন্ট।

জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, ‘আমরা বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের বেতন নিশ্চিত করতে চাই, মন্ত্রণালয়ও চায়। কিন্তু অর্থ মন্ত্রণালয় আটকায়, তারা বলে— এটা লাগবে কেন? অথচ মানসম্মত শিক্ষা অর্জন করতে হলে শিক্ষায় বিনিয়োগ বেশি প্রয়োজন। আমি শিক্ষকদের বলেছি— রাস্তায় সমাধান হবে না। প্রশাসনের সঙ্গে সম্পর্ক তৈরি করে উন্নয়ন ঘটাতে হবে। শতভাগ না হোক সরকার যদি অর্ধেক দেয় আর প্রতিষ্ঠান যদি অর্ধেক দেয়, তাহলেও তো একটা সিস্টেমে আসে।’

এ বিষয়ে জানতে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট ও ব্যয় ব্যবস্থাপনা) কবিরুল ইজদানী খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, কোনও বিষয়ে তথ্য জানতে চাইলে সচিব মহোদয়ের সঙ্গে যোগাযোগ করুন।

পরে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

/এমআর/ইউএস/
সম্পর্কিত
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
ইউনেস্কো’র পুরস্কার নিয়ে ‘মিথ্যাচার’ করছেন ড. ইউনূস
মাল্টিমিডিয়া ক্লাসের তিন মাসের তথ্য চেয়েছে সরকার
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’