X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
বাংলা ট্রিবিউন-ইউল্যাব বৈঠকি

‘সময় এখন কারিগরি শিক্ষার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২২, ২১:৫৪আপডেট : ১১ আগস্ট ২০২২, ১২:৩৬

বিভিন্ন ক্ষেত্রে দেশ এগিয়ে গেলেও কারিগরি শিক্ষায় এখনও পিছিয়ে। উন্নত বিশ্ব কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে দক্ষ জনবল তৈরি করে যাচ্ছে। তাদের সঙ্গে তাল মেলাতে দেশে কারিগরি শিক্ষাকে আরও জোর দিতে হবে। প্রয়োজনের আরও বেশি সংখ্যক কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।

বুধবার (১০ আগস্ট) বিকালে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘সমৃদ্ধ দেশ গঠনে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে ‘লাইভ’ সম্প্রচারিত হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, ইউল্যাবের বিবিএ প্রোগ্রামের সহকারী অধ্যাপক ও পরিচালক মুহম্মদ ফয়সল চৌধুরী এবং বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম আব্বাস।

বৈঠকিতে অংশ নিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন বলেন, উন্নত দেশের চেয়েও আমাদের কারিগরি শিক্ষা বেশি প্রয়োজন। এর পেছনে আমাদের সমাজ এবং অভিভাবকদের মাইন্ডসেট ভূমিকা রাখে। আমাদের মাইন্ডসেট হচ্ছে, আমরা আমাদের সন্তানকে স্নাতক পড়াবো, কারিগরি শিক্ষার দিকে আমরা জোর দিচ্ছি না। এটা মূলত সামাজিক কারণ, সেই সামাজিক কারণগুলো আমাদের দূর করতে হবে।

তবে কারিগরি শিক্ষার প্রসারে বর্তমান সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রত্যেক উপজেলায় একটি করে কারিগরি স্কুল খোলার চেষ্টা করছে সরকার। সেটি পুরোপুরি বাস্তবায়িত না হলেও ১৫০টির মতো বাস্তবায়ন করতে কাজ করছে। আমি মনে করি, প্রত্যেক উপজেলায় যদি কারিগরি স্কুল করা হয় এবং ডিপ্লোমা এডুকেশনকে আমরা আরও অগ্রাধিকার দেই, ইন্ডাস্ট্রির প্রয়োজন অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের দেশে এখন যে শিক্ষা দেওয়া হচ্ছে, সেটি বাস্তবধর্মী না।’

উন্নত বিশ্বের তুলনায় অনেক কম হলেও কারিগরি শিক্ষার পরিধি ধীরে ধীরে বাড়ছে উল্লেখ করে ইউল্যাবের বিবিএ প্রোগ্রামের সহকারী অধ্যাপক ও পরিচালক মুহম্মদ ফয়সল চৌধুরী বলেছেন, ‘আমার কাছে মনে হয় আমাদের দেশে কারিগরি শিক্ষাকে ধীরে ধীরে অভিভাবকরা মেনে নিতে শুরু করেছেন। মেনে নেওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে, বর্তমান সরকারের কারিগরি ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে আগের চেয়ে অনেক কার্যকর ভূমিকা রাখছে।’

দেশের প্রচলিত পন্থায় বিশ্ববিদ্যালয় ডিগ্রি, বিবিএ কিংবা এমবিএ বা সমমানের ডিগ্রি নিয়েও আজ অনেকে বেকার বলে উল্লেখ করেন তিনি। 

বিশ্বব্যাংকের ২০২১-২২ সালের রিপোর্ট অনুযায়ী দেশের বেকারত্বের হার ৫ দশমিক ৪ শতাংশ উল্লেখ করে  মুহম্মদ ফয়সল চৌধুরী বলেন, ‘দেশে বর্তমানে ৪৬টি পাবলিক ও ১০৫টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৪৪ লাখ ৩৪ হাজার ৪৫১। আজ চাকরির দেওয়া-নেওয়ার একটি জনপ্রিয় পোর্টাল আমি ঘুরে দেখলাম, সেখানে চাকরির বিজ্ঞাপন আছে ১৮ হাজারের কিছু বেশি। সাধারণত সেখানে ১৫ থেকে ২০ হাজার চাকরির খবর থাকে। অবশ্য এখানেই সব চাকরির খবর নেই, কিন্তু যদি ধরে নিই সেই সাইটে ২০ শতাংশ করপোরেট জব ভ্যাকেন্সি থাকে, তাহলে কর্মসংস্থান আছে ১ লাখ। ধরে নিলাম ১ লাখের জায়গায় ১০ লাখ চাকরির বিজ্ঞপ্তিতে আছে, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটের সংখ্যা প্রতি বছর ৪০-৪৫ লাখ। অর্থাৎ এদের জন্য চাকরি আছে ১০ লাখ। যার কারণে কয়েক বছর আগে এক জরিপে দেখা গেছে, আমাদের দেশে গ্র্যাজুয়েটদের বেকারত্বের হার ৪৭ শতাংশ।’

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষা ও শিক্ষকতার কারণে আমি দীর্ঘকাল অস্ট্রেলিয়ায় ছিলাম। আমি সেখানে দেখেছি বেশিরভাগ শিক্ষার্থী তাদের কলেজের গণ্ডি পেরিয়ে ভোকেশনাল ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হয়। আমাদের দেশে ৪৪ লাখ শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, আর ১০ লাখ শিক্ষার্থী যাচ্ছে ভোকেশনাল ইনস্টিটিউশনে। অস্ট্রেলিয়ার এই চিত্র পুরো উল্টো। এখানে একটি বিশাল গ্যাপ তৈরি হচ্ছে।’

উন্নত দেশে প্রতিটি কাজের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সনদের প্রয়োজন হয় উল্লেখ করে তিনি বলেন, ‘যেকোনও কাজের জন্য কারিগরি প্রশিক্ষণের প্রয়োজন হয়। এই প্রশিক্ষণের পর সার্টিফিকেট না নিলে চাকরির জন্য যেমন কোথাও আবেদন করা যায় না, তেমনই নিজেও কোন দোকান, অফিস কিংবা ট্রেড সেন্টার খুলতে পারবেন না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় প্রাতিষ্ঠানিক সনদ নিজস্ব প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখতে হয়।’

দেশে কারিগরি শিক্ষাকে আরও গুরুত্ব দিতে এখনই কারিগরি বিশ্ববিদ্যালয় বাড়ানোর প্রয়োজন বলে মন্তব্য করেন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এস এম আব্বাস। তিনি বলেন, ‘দেশে যদি আরও পাবলিক বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত হয়, তাহলে সেটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ই করা দরকার। এখনই সময় একেবারে কারিগরি বিশ্ববিদ্যালয়ের দিকে চলে যাওয়ার।’

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বিটাক অনেক পুরনো প্রতিষ্ঠান। তবে এটি যতটা পরিচিতি পাওয়ার কথা ছিল, ততটা পরিচিতি পায়নি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিষ্ঠানটিকে পরিচিত করার জন্য এবং কার্যক্রম সম্প্রসারণ করার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছে। এখন বিটাক অনেকটাই পরিচিত।’

আলোচনায় সাংবাদিক এস এম আব্বাস বলেন, ‘বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এখনও অনেকের কাছে পরিচিত না। তার মানে সেখানে সুযোগ-সুবিধা কম।’

বিটাক মহাপরিচালক তার বক্তব্যে এ অভিযোগ স্বীকার করে নিয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের এখানে হ্যান্ডস অন ট্রেনিং; বিশ্ববিদ্যালয়ে যেখানে থিওরেটিক্যাল শিক্ষা দেওয়া হয়। আমাদের এখানে যে সুযোগ সুবিধা আছে সেটি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই। যার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এখানে শিক্ষার্থীরা আসেন বিশেষ করে যারা মেকানিক্যাল ইঞ্জিয়ারিং পড়েন। তারা এসে হাতে কলমে আমাদের উন্নত ল্যাবে প্রশিক্ষণ গ্রহণ করেন।’

/এসও/ইউএস/
সম্পর্কিত
সাংবাদিক সমিতি গঠন করায় ডিআইইউর ১০ শিক্ষার্থী বহিষ্কার
বিশ্ববিদ্যালয়ে দক্ষতানির্ভর শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের পরামর্শ
‘প্রকৃতি নারীকে দুর্বলভাবে তৈরি করেনি’
সর্বশেষ খবর
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো