X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘পাঠদান অব্যাহত রাখতে ৫-১১ বছরের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২২, ১৬:৪৪আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৬:৪৫

আর কখনও যাতে পাঠদান বন্ধ রাখতে না হয়, সে জন্য ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘টিকার ক্ষেত্রে আমাদের বিরাট সাফল্য রয়েছে। ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ ৯৭ শতাংশ এবং দ্বিতীয় ডোজ ৭৩ শতাংশ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (১১ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ থেকে ১১ বছর সয়সী শিশু শিক্ষার্থীদের টিকা দান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।  অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘টিকা কার্যক্রমে সবার যে ভূমিকা রয়েছে, তা যেন ঠিকমতো আমরা করতে পারি। আমাদের শিশুরা যেন নিশ্চিন্তে তাদের শিক্ষা কার্যক্রমে পুরোদমে অংশ নিতে পারে। কোভিডের সময় প্রায় দুই বছরের কাছাকাছি শিক্ষা কার্যক্রম নানাভাবে ব্যহত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পেরেছিলাম। কিন্তু তারপরও শ্রেণিকক্ষে পাঠদান রাখতে পারিনি। সেই ঘাটতি এখন  পুষিয়ে নেবার চেষ্টা করছি। নতুন করে আমাদের আর যেন পাঠদান কখনও বন্ধ করতে না হয়। শ্রেণিকক্ষে পাঠদান যেন চালু থাকে। সে লক্ষ্যেই  সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। এ জন্যই ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে।  এই উদ্যোগের জন্য আমি স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

ছবি: সাজ্জাদ হোসেন

 

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
‘প্রধানমন্ত্রী একজন মায়ের মমতায় দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন’
‘ধর্মীয় আচরণের ক্ষেত্রে আরও মনোযোগী হলে অতিরিক্ত মুনাফা করার মানসিকতা থাকবে না’
শুধু ফেব্রুয়ারি নয়, বছর জুড়ে বাংলা ভাষার চর্চা করতে হবে: দীপু মনি
সর্বশেষ খবর
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়