X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রাথমিক শিক্ষক বদলি নির্দেশিকা সংশোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ১৬:৪৫আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৬:৪৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নির্দেশিকা সংশোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১১ অক্টোবর সই করা নির্দেশিকাটি মঙ্গলবার (১৮ অক্টোবর) প্রকাশিত হয়। সংশোধিত নির্দেশিকায় অনলাইনে বদলিতে কয়েকটি শর্ত শিথিল করা হয়েছে। 

এর আগে গত ১০ অক্টোবর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি থেকে নির্দেশিকার কয়েকটি ধারা সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবের পর মন্ত্রণালয় নির্দেশিকাটি সংশোধন করে।

সংশোধিত নির্দেশিকার ১.৪ ধারার বলা হয়, যে সকল বিদ্যালয়ে চার জন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত আছেন কিংবা শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০ এর বেশি রয়েছে সে সকল বিদ্যালয় থেকে সাধারণভাবে শিক্ষক বদলি করা যাবে না। তবে প্রতিস্থাপন/পদায়ন সাপেক্ষে বদলি করা যাবে। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নির্ধারণের ক্ষেত্রে ডাবল শিফটে শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী বিদ্যালয়গুলোর ক্ষেত্রে যেকোনও এক শিফটে শিক্ষার্থী যথা ১ম, ২য় অথবা ৩য় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে যে সংখ্যা বেশি হবে তাকে ১:৪০ অনুপাত হিসেবে বিবেচিত হবে।

নির্দেশিকার ৩.৬ ধারার সংশোধিত অংশে বলা হয়, আন্তঃউপজেলা/থানা, আন্তঃজেলা কিংবা আন্তঃবিভাগ বদলির ক্ষেত্রে বদলিকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ পরিপত্র/নীতিমালা দ্বারা নির্ধারিত হবে।

নির্দেশিকার ৩.৭ ধারার সংশোধন অংশে বলা হয়, প্রতিবন্ধিতার ক্ষেত্রে শিক্ষকদের সন্তান কিংবা স্বামী/স্ত্রী প্রতিবন্ধী হলেও তিনি অগ্রাধিকার পাবেন। 

আগের নির্দেশিকায় সংশোধন চেয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি বলেছিল, নির্দেশিকার ৩.৩ ধারা অনুযায়ী শিক্ষক ও ছাত্র ১ অনুপাত ৪০-এর বেশি হলে বদলি করা যাবে না, এটি রহিত করতে হবে। আর এই ধরায় বলা হয়েছে চার জন বা তার কমসংখ্যক শিক্ষক কর্মরত আছেন তাদের সাধারণভাবে বদলি করা যাবে না। এটি সংশোধন করে নতুন শিক্ষক প্রতিস্থাপন সাপেক্ষে বদলির সুযোগ দিতে হবে। তাহলে শিক্ষকরা বঞ্চিত হবেন না। পারস্পরিক বদলির সুযোগ সৃষ্টি করতে শিক্ষকরা উপকৃত হবেন। একইসঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীর পাঠদানে ব্যাঘাত ঘটবে না। ৩.৬ ধারায় একাধিক প্রার্থী থাকলে দূরত্ব, লিঙ্গ, বিবাহসহ অন্যান্য অপশনের পরিবর্তে চাকরির জ্যেষ্ঠতার ভিত্তিতে বদলির ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন:

বদলির নির্দেশিকা সংশোধন চান প্রাথমিকের শিক্ষকরা

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
পানি আনতে স্কুল ফুরায়
উচ্চ শব্দে খেলা করায় শিক্ষার্থীদের ‘ঝাড়ুপেটা’ করলেন প্রধান শিক্ষক
বদলে গেছে সাগরপাড়ের ২১১টি প্রাথমিক বিদ্যালয়
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!