X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জেন্ডার সংবেদনশীল শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতে সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২২, ১৬:০৭আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৬:০৭

নিরাপদ ও পরিষ্কার-পরিচ্ছন্ন বিদ্যালয় পরিবেশ, অন্তর্ভুক্তিমূলক এবং জেন্ডার সংবেদনশীল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে যৌথভাবে কাজ করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর  এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এর মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করতে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক কার্যক্রম জোরদার করা হবে।

এ লক্ষ্যে রবিবার (২০ নভেম্বর) অধিদফতরের কার্যালয়ে মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এক সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বয়ঃসন্ধিকাল যেকোনও শিশুর বেড়ে ওঠার পর্বটি  স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ একটি সময়। এসময় শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে মনস্তাত্ত্বিক ও নিরাপত্তাজনিত বিভিন্ন বিভ্রান্তির মধ্যে যেতে হয় সব কিশোর-কিশোরীদের। তাদের সঠিকভাবে বেড়ে ওঠার পেছনে পরিবারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষা প্রতিষ্ঠানও।

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে সংবেদনশীল এবং সক্রিয় পরিবেশ তৈরিতে আরও দৃঢ় ভূমিকা পালন এবং শিশু এবং কিশোর-কিশোরীদের বৃহত্তর কল্যাণ নিশ্চিতে কাজ করবে এই সমঝোতা সই।

এই দীর্ঘমেয়াদি চুক্তির লক্ষ্য, মাধ্যমিক এবং মাদ্রাসা পর্যায়ে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালের মানসিক ও জৈবিক পরিবর্তনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সঠিক দৃষ্টিভঙ্গি তৈরির উদ্দেশ্যে অধিদফতরের গাইডলাইন অনুযায়ী ‘জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুল (জেমস)’ উদ্যোগটির বাস্তবায়ন। পাশাপাশি, শিক্ষকদের জন্য জেন্ডার রেসপন্সিভ ইনক্লুসিভ পেডাগজি ট্রেনিং ম্যানুয়াল ও সাইকো-সোশ্যাল কাউন্সেলিং মডিউল তৈরি ও পরিচালনাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এছাড়া কিশোরকালীন সুবিধা-অসুবিধা সম্পর্কিত জরুরি সাড়া দেওয়াসহ পরিচ্ছন্ন, নৈতিক ও সহানুভূতিশীল পরিবেশ, কিশোরীদের জন্য অ্যাডোলেসেন্ট কর্নারের ব্যবস্থা, অস্বচ্ছল শিক্ষার্থীদের অর্থনৈতিক সহায়তা দেওয়া, স্কুল বাগান, স্যানিটারি এবং হাইজিন ট্রেনিং, হ্যান্ড ওয়াশিং স্টেশন ও মাসিক হাইজিন ব্যবস্থাপনা নিশ্চিত করাসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সমঝোতা স্মারক সই করার সময় অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘জেমস এর অন্তর্ভুক্ত বিষয়গুলো সাধারণত আমরা পরিবারের মধ্যে বা সমাজ হিসেবে আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। এটা একটা বড় অর্জন যে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে আমরা এই পাঠ্যক্রমটি মাদ্রাসাতেও সম্প্রসারিত করেছি।’

অনুষ্ঠানে কবিতা বোস জানান, আমরা ক্রমাগত সমর্থন দিয়ে যাচ্ছি— সব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে— অভিজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ, জেমস কারিকুলাম প্যাকেজের গুণগত বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ এবং পরিদর্শন পর্যবেক্ষণ নিশ্চিতসহ নানা পদক্ষেপ।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ২০১৩ সাল থেকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় দেশে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও মাদ্রাসা) ‘যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা’ কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মাধ্যমে পরিচালিত ‘জেনারেশন ব্রেক থ্রু’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম চালু করা হয়। অধিদফতরের তত্ত্বাবধানে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাস্তবায়ন করছে ‘জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুলস (জেমস)’ কারিকুলাম।

অনুষ্ঠানে অধিদফতরের ডেভেলপমেন্ট ও প্ল্যানিং শাখার পরিচালক অধ্যাপক ড. আকম শফিউল আজম ও সহকারী পরিচালক দিল আফরোজ বিনতে-আসির, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এসআরএইচআরের প্রধান ফেরদৌসী বেগম ও সিএসই উপদেষ্টা সৈয়দ মো. নুরুদ্দিন উপস্থিত ছিলেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সর্বশেষ খবর
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা