X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিশ্ববিদ্যালয়গুলোকে সেবাপদ্ধতি সহজ করার আহ্বান ইউজিসির

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২২, ১৮:৪৬আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৮:৪৬

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে তথ্য পাওয়ার সেবাপদ্ধতি সহজ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশিন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নাগরিকের সেবক হিসেবে কাজ করারও আহ্বান জানায় দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী এ সংস্থা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ইউজিসিতে তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক দিল আফরোজা বেগম।  

তথ্যে জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে উল্লেখ করে অধ্যাপক দিল আফরোজা বেগম বলেন, ‘রাষ্ট্রের মালিক জনগণ। তাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানহগুলোর কর্মকাণ্ড সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। তথ্যে জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়নে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘তথ্য অধিকার আইন বাস্তবায়ন করা সম্ভব হলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন করা সম্ভব হবে।’ বিশ্ববিদ্যালয়ের সেবার তালিকা, সেবা পদ্ধতি ওয়েবসাইটে প্রকাশ এবং সেবা পদ্ধতি সহজিকরণ ও ডিজিটাল করার আহ্বান জানান অধ্যাপক দিল আফরোজা বেগম।

বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক আবু তাহের বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে হবে। তথ্য অধিকার আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ যথাযথভাবে সম্পাদন করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, ‘তথ্য পাওয়ার অধিকার নাগরিকের সাংবিধানিক ও আইনগত অধিকার।’ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাবইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তথ্য অধিকার আইনের আওতায় স্বতঃপ্রণোদিত ও প্রকাশযোগ্য তথ্য হালনাগাদ করে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে হবে।’

ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপ-পরিচালক ও তথ্য অধিকার আইনের ফোকাল পয়েন্ট মোহাম্মদ আব্দুল মান্নান প্রশিক্ষণে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে আলোচক হিসেবে ছিলেন ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর।

 

 

 

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
ডিআইইউ’র ১০ শিক্ষার্থী বহিষ্কার: প্রতিবাদে ইউজিসি'তে অবস্থান নেবে ডিইউজে
‘জাবিতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ, অন্যথায় সনদ বাতিল ও মামলা’ 
জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতি ইউজিসির শ্রদ্ধা
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’