X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নৈ‌তিক শিক্ষার গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন শিক্ষাক্রমে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২২, ০১:০৯আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০১:০৯

নতুন শিক্ষাক্রমে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাওয়া (রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) এর গবেষণা প্রতিষ্ঠান রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম (আরআরএসএফ) আয়োজনে ‘শিক্ষা এবং নৈতিকতা’ শীর্ষক এক সেমিনার তিনি এ কথা বলেন।

রবিবার (২৭ নভেম্বর) রাওয়া হেলমেট কনভেনশন হলে এ সেমিান অনুষ্ঠিত হয়।  সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞানমনস্ক শিক্ষা ব্যবস্থা এবং কা‌রিগ‌রি শিক্ষার প্রতি গুরুত্ব দি‌য়ে‌ছেন। আমরা সেভা‌বেই এগো‌চ্ছি। তাঁর মতে, নৈ‌তিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। আমরা যুগপোযোগী এবং গতিশীল শিক্ষা কার্যক্রম প্রচলন ক‌রতে যাচ্ছি। নতুন শিক্ষাক্রম নিয়েও নানা অপপ্রচার ছড়ানো হচ্ছে। পাঠ্যক্রমে ধর্ম‌কে বাদ দেওয়ার কো‌নও কারণ নেই। আমরা প্রত্যেকেই যার‌ যার ধর্ম পালন করবো।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘পরিবার থেকেই সন্তানদের কৃষক, শ্রমিক‌সহ সর্বস্তরের মানুষকে সম্মান দেওয়া শেখা‌তে হ‌বে। যোগ্য হ‌লে যে বয়‌সেরই হোক সবাই যা‌তে উচ্চ শিক্ষা নি‌তে পা‌রে সেই ব্যবস্থাও থাকা দরকার।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. দিল আফরোজা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাওয়া চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদ (বীর প্রতীক)। তিনি সেমিনারে বলেন, ‘শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিলে সমাজ এগিয়ে যাবে।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটনেন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, ড. খুরশীদা বেগম। বক্তারা শিক্ষার ক্ষেত্রে নৈতিকতার ওপর বিশেষ গুরুত্ব দেন।

এই সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, ছাত্র, অভিভাবক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, নিরাপত্তা বিশ্লেষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
বাংলাদেশের উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে আগ্রহী এডিবি
কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেটের ‘কারিগর’ গ্রেফতার
স্বাধীনতার ইতিহাস বেশি বিকৃত হয়েছে শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের