X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাবা দিবসে বলিউড তারকাদের স্মৃতি রোমন্থন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জুন ২০১৬, ০৯:০৬আপডেট : ১৯ জুন ২০১৬, ২০:৪৫

আজ, ১৯ জুন। বিশ্ব বাবা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা বন্দনায় মেতেছেন অনেকেই। আর এতে পিছিয়ে নেই বলিউড তারকারাও। তাদের অনেকেই বাবাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। কয়েকজন তারকা আবার এই দিনটিকে স্মরণ করেছেন অতীত রোমন্থন করে।

বাবা দিবসে বলিউড তারকারা। ঋষি কাপুর এই দিনটি স্মরণ করেছেন তার ছেলে বলিউড তারকা রণবীর কাপুর এবং তার বাবা প্রয়াত রাজ কাপুরকে স্মরণ করে। দুটি পৃথক টুইট বার্তায় তিনি তার শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। রণবীরের পোস্ট করা ছবটি

বিগ বি অমিতাভ বচ্চন বাবা দিবসে তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে পিতা হারিবাস রাই বচ্চনের ছবির সামনে মাথা ঝুঁকে শ্রদ্ধা প্রদর্শনরত অবস্থায় ছবি তুলে প্রকাশ করেছেন। সেই সঙ্গে পুত্র অভিষেক বচ্চন এবং নাত্নির একটি ছবির সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে একটি ছবি আপলোড দেন। টুইট বার্তায় তিনি লেখেন, ‘বাবা দিবসের শুভেচ্ছা এবং এটা আমার জন্য প্রতিদিনই।’ বাবার ছবির সামনে অমিতাভ
আনুশকা শর্মা তার ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন, যেখানে বাবার কোলে তিনি। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘আমার সবচেয়ে বড় হিরো, অনুপ্রেরণা। আজ আমি যে মানুষে পরিণত হয়েছি, তা কেবল তার জন্যই সম্ভব হয়েছে।’  
বাবা শত্রুঘ্ন সিনহাকে জড়িয়ে ধরে ছবি তুলে বাবার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন কন্যা সোনাক্ষী সিনহা।
সোনম কাপুরের বাবাকে জানানো শুভেচ্ছাটা ছিলো একটু অন্যরকম। অনিল কাপুর অভিনীত নতুন ছবি ‘রেড’-এর পোষ্টার প্রকাশ করে বাবাকে শুভেচ্ছা জানান সোনম।
দিয়া মির্জা লিখেছেন, ‘বাবা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সব বাবাকে। প্রতিটি বাবাই তার সন্তানের কাছে আদর্শ।’
প্রিয়াঙ্কা তার টুইটার-বার্তায় লিখেছেন, ‘শুভ বাবা দিবস। বাবা, আমার সেরা বন্ধু তুমি। সেরা বন্ধু হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে তোমার আসন এতো বেশি উঁচু যে, কেউ সেই উচ্চতা কখনোই ছুঁতে পারবে না। তোমাকে অজস্র ভালোবাসা জানাচ্ছে তোমার ছোট্ট মেয়ে।’
বাবা দিবসে ছেলে অরাভের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার। টুইট বার্তায় তিনি লেখেন, ‘তাকে হোঁচট খেয়ে, লড়াই করে বেড়ে উঠতে দেখাটাই সুখ।’
সূত্র: এনডিটিভি।

/এসএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’