X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাংলা ভাষার ছবির জয় হোক: জিৎ

বিনোদন রিপোর্ট
৩০ জুন ২০১৬, ১৫:৩৬আপডেট : ৩০ জুন ২০১৬, ১৫:৫০

জিৎ। ঝটিকা সফরে ঢাকা ঘুরে গেলেন কলকাতার জিৎ। ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’। ছবিতে তিনি ঢাকার নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন। মূলত ছবির প্রচারে তার এ সফর।
বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছান জিৎ। এরপর বিকালে ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগ দেন। সন্ধ্যায় ইফতারেও অংশ নেন এ তারকা। এসময় উপস্থিত ছিলেন ছবির নায়িকা নুসরাত ফারিয়া, প্রযোজক আব্দুল আজিজ এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ আরও অনেকে।
জিৎ জানান, ২০১৩ সালে দুই বাংলার চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে অংশ নিতে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন তিনি। তখনই টের পেয়েছেন তার প্রতি এই দেশের দর্শকের ভালোবাসা।
জিৎ বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে আমি খেয়াল করেছি বাংলাদেশে আমার প্রচুর ফ্যান আছে। তারা আমাকে ভালোবাসেন, আমার ছবি দেখেন। তাদের ভালোবাসার মূল্যায়ন দিতেই প্রথমবার যৌথ প্রযোজনার ছবিতে কাজ করলাম।’
জিৎ-ফারিয়া। আরও বলেন, ‘বাংলাদেশ-কলকাতা দুই দেশের চলচ্চিত্রেই মন্দার হাওয়া বইছে। তবে ঢাকার ছবির তুলনায় কলকাতার ছবির বাজেট কিছুটা বেশি। তাছাড়া সেখানে টেকনিক্যালি কিছুটা উন্নত। ঢাকার ছবিতেও এই ধারা ধীরে ধীরে চলে আসছে।’
‘বাদশা’ ছবি প্রসঙ্গে জিৎ বলেন, ‘খুব ভালো অভিজ্ঞতার সঞ্চার হয়েছে। নুসরাত ফারিয়াও চমৎকার কাজ করেছেন। এর মধ্যে ছবির গান সকলের প্রশংসা কুড়িয়েছে। সবমিলিয়ে বলবো আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ছবিটি দেখবেন।’
তিনি বলেন, ‘দেশ আলাদা হলেও আমাদের ভাষা বাংলা। সবসময় চাই বাংলা ভাষার ছবির জয় হোক। আমি কলকায় নিয়মিত কাজ করছি প্রায় ১৪-১৫ বছর ধরে। এখন বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনে জিতকে পাবেন। কারণ এখানকার মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। সেক্ষেত্রে যদি গল্প-বাজেট ঠিক থাকে, তবে অবশ্যই ঢাকাই ছবিতে কাজ করবো।’
জিৎ। কলকাতার বাবা যাদব পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন ফেরদৌস, সুষমা সরকার, সুস্মিতা, রজতাভ দত্ত প্রমুখ।
এদিকে, জিৎ শুভকামনা জানান শাকিব খানের নতুন ছবি ‌‘শিকারী’র জন্যেও। এ ছবিটিও ঈদে মুক্তি পাবে।

ছবি: সাজ্জাদ হোসেন।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…