X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নীলা নাজের গান ‘দিলে লাগে টান’

বিনোদন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫০

নীলা নাজ।নীলা নাজ। এক যুগেরও দীর্ঘ পথ তার, এই গান বাজারে। অথচ সংখ্যার মিছিলে বড্ড পিছিয়ে থাকা যেন অভিমানী কোনও এক...।

তার শেষ একক ‘নীলান্তর’ প্রকাশ পেয়েছে ২০০৯ সালে। এরপর টুক-টাক দুই একটি মিশ্র অ্যালবামের গান গেয়েই চুপ-চাপ ছিলেন দেখতে-কণ্ঠে অসাধারণ এই চাটগাঁ কন্যা। টানা সাত বছর পর ফের নতুন একক অ্যালবামের গান ধরেছেন নীলা। শেষ করেছেন বেশ ক’টির রেকর্ডিংও।
তবে ঈদ বিশেষ হিসেবে সেখান থেকে প্রকাশ করছেন একটি বিশেষ গান। শিরোনাম ‘দিলে লাগে টান’। কথা-সুর করেছেন তারই সংসার সহযোদ্ধা-কণ্ঠশিল্পী আহমেদ রাজীব। সংগীতায়োজন করেছেন কলকাতার কৌশিক চক্রবর্তী।
নীলা জানান, সাউন্ডটেক প্রযোজিত এই বিশেষ গানটির অডিও প্রকাশ পাচ্ছে ঈদের তৃতীয় দিন রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপ-এ।
আর এই মাসের শেষ সপ্তাহে প্রকাশ পাচ্ছে ভিডিও। যা এখন নির্মাণ পরিকল্পনা করছেন তানিম রহমান অংশু।
নীলা নাজ বলেন, ‘আমি কখনোই চাইনি সবার আগে দৌড়াতে। শুধু চেষ্টা করেছি ভালো কিছু গান করতে। তাই সময় বিবেচনায় আমার গানের সংখ্যা হয়তো কম। তবে এ নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। বরং আরাম বোধ করছি- আরও একটি ভালো গান কণ্ঠে তুলে। আশা করছি শুদ্ধ বাংলা গানের শ্রোতারা সুখ পাবেন গানটি শুনে।’     
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা