X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘সুলতান সুলেমান’র পর এলো ‘লুকানো ভালোবাসা’

বিনোদন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৬, ১৩:২১আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৭:৩৬


‘লুকোনো ভালোবাসা’ সিরিজ দীপ্ত টিভিতে প্রচারিত বিদেশি সিরিজ ‘সুলতান সুলেমান’-এ এখন বুঁদ হয়ে আছেন দেশের দর্শকরা। এর ধারাবাহিকতায় চ্যানেলগুলোর এখন বিদেশি সিরিয়াল প্রচারের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে।
যার সর্বশেষ মাত্রা যোগ করল চ্যানেল আই। চ্যানেলটি তুরস্কের সিরিয়াল ‘লুকোনো ভালোবাসা’ প্রচারের ঘোষণা দিল।
বিখ্যাত টার্কিশ সাহিত্যিক হালিদ জিয়া ওসাকলিগিলের ১৮৯৯ সালের জনপ্রিয় উপন্যাস ‘আস্ক আই মেমনু’ অবলম্বনে নির্মিত টার্কিশ ধারাবাহিক ‘লুকানো ভালোবাসা’ প্রচার করবে চ্যানেল আই।
‘সুলতান সুলেমান’ও একই দেশের জনপ্রিয় টিভি সিরিয়াল।
বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত ধারাবাহিক ‘লুকানো ভালবাসা’ ১০ নভেম্বর থেকে প্রতি বুধ, বৃহস্পতি এবং শুক্রবার রাত ৮টায় বাংলায় প্রচার হবে চ্যানেল আইয়ে।
মূলত একটি উচ্চবিত্ত পরিবারের গল্প এতে উঠে আসবে। যেখানে নানা টানপড়েন ও ভালোবাসার কাহিনি তুলে ধরা হয়েছে।

এদিকে, টিভি চ্যানেলে বিদেশি সিরিজ প্রচারের আধিক্য দেখা দেওয়ায় বিনোদন অঙ্গনের বেশ কয়েকটি সংগঠন প্রতিবাদমুখর হয়ে উঠেছে।
দেশীয় চ্যানেলে বিদেশি অনুষ্ঠান/সিরিজ প্রচার বন্ধ, মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ নিয়ন্ত্রণ, দেশের টেলিভিশন শিল্পে বিদেশি কলাকুশলীদের অবৈধভাবে কাজ বন্ধ করা, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এ.আই.টির যৌক্তিক হার নির্ধারণ করা এবং ডাউন লিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করার দাবি জানিয়েছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।

চলতি সপ্তাহে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবিও তুলে ধরা হয়। এর দু’দিন পর চ্যানেল আই ‘লুকানো ভালোবাসা’ প্রচারের কথা জানাল। আর একই সময়ে এসএ টিভি ‘ইউসুফ জুলেখা’ নামের বিদেশি সিরিজ আনার ঘোষণা দিয়েছে। ‘লুকোনো ভালোবাসা’

উল্লেখ্য, নব্বইয়ের দশকে বেশ কিছু বিদেশি টিভি সিরিজ এদেশে জনপ্রিয়তা পায়। সম্প্রতি দীপ্ত টিভিতে জনপ্রিয়তা পেয়েছে তুরস্কের ‘সুলতান সুলেমান’। এরপর মাছরাঙা টিভি ‘সোর্ড অব টিপু সুলতান’ ও জিটিভি ‘আলিফ লায়লা’ নতুন করে প্রচারের ঘোষণা দেয়। ‘সিনড্রেলার বোন’ নামের দক্ষিণ কোরিয়ান একটি সিরিজ প্রচার করছে আরটিভি।


/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা