X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

যে কারণে রিয়া-রাইমা বিপিএল মাঠে

ওয়ালিউল মুক্তা
১৩ নভেম্বর ২০১৬, ১৩:৫৮আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৪:১৯

রিয়া সেন যখন রংপুর রাইডার্সের সমর্থক উত্তরটা এতক্ষণে জানা হয়েছে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দর্শকদের। তবে হয়তো আংশিক। কারণ শনিবার চলতি বিপিএল আসরে মাঠে হঠাৎ উপস্থিত হয়েছিলেন ভারতীয় বাংলা ছবির সবচেয়ে প্রভাবশালী নায়িকা সুচিত্রা সেনের নাতনি ও অভিনেত্রী রিয়া সেন। তার গায়ে লাল-নীল জার্সিই বলে দিচ্ছিল তিনি শুধু শুভকামনার জন্য নয়, সমর্থক হিসেবে এসেছেন মাঠে। দলটা হচ্ছে রংপুর রাইডার্স।

আর পুরো উত্তরটা হচ্ছে- একই দলের হয়ে আগামী ম্যাচে দেখা যেতে পারে তার বড় বোন রাইমা সেনকে।

রংপুর রাইডার্সের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন মহানায়িকা সুচিত্রা সেনের উত্তরসূরিরা।

শনিবারের ম্যাচে রিয়া কিছুটা আক্ষেপ নিয়ে ফিরেছেন। কারণ তার দল জিততে পারেননি। তবে আশাবাদও আছে পরের ম্যাচের জন্য।

তিনি বললেন, ‌‘রংপুর রাইডার্সের অংশীদার মাহবুব-উর রহমান আমাদের পারিবারিক বন্ধু। তার আমন্ত্রণে এখানে আমার আসা। এছাড়া দলটা কিন্তু বেশ ভালো। বিশেষ করে সৌম্য সরকার, মিঠুন বেশ ভালো ও জনপ্রিয়। এ দলে আফ্রিদিও রয়েছেন। আশা করি, ভালোই একটা অভিজ্ঞতা হবে।’

কথা বলেছেন সুচিত্রা সেনকে নিয়েও। ‘এবারই প্রথম এভাবে এলাম। আমার নানির জন্মস্থান বাংলাদেশে, পাবনায়। আমার খুব ইচ্ছে, জায়গাটা ঘুরে যাওয়ার।’

এদিকে রিয়া ঢাকায় অবস্থান করছিলেন বাংলাদেশের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও কলকাতার রিংগোর ছবি ‘সেনাপতি’র জন্য। আপাতত শুটিং না থাকায় মাঠে হাজির হয়েছিলেন এ তারকা। রবিবার সকালে কলকাতায় ফিরে গেছেন রিয়া। 

বিষয়টি নিয়ে রংপুর রাইডার্সের মিডিয়া সমন্বয়ক আবেগ রহমান বলেন, ‘রিয়া আজ সকালে কলকাতা চলে গেছেন। রাইমা সেন আগামী যেকোনও ম্যাচে মাঠে থাকবেন। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের উত্তরসূরি আমাদের দলের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন। এছাড়াও আগামীতে আরও বড় চমক থাকবে রংপুর রাইডার্সে।’ গ্যালারিতে রিয়া সেন

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’