X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বছরের শুরুতেই মম’র চমক

বিনোদন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৭, ১৬:০৬আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৬:১২

কণ্ঠশিল্পী মম বছরের শেষ দিনে বিশেষ চমক হিসেবে সিএমভি’র ব্যনার থেকে প্রকাশ পেয়েছে অন্যস্বাদের একটি মিউজিক ভিডিও। ইউটিউবসহ বিভিন্ন ডিজিট্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত এই গানের নাম ‘বাকির ফসল’।
জুয়েল মোর্শেদের সুর-সংগীতে তৈরি এই গানটি দিয়ে মাত্র দুই দিনের ব্যবধানে সবাইকে চমকে দিলেন গ্ল্যামারাস কণ্ঠশিল্পী মাহফুজা মম। তার গানটি ইউটিউবে প্রকাশের দুই দিনের মাথায় (৩ জানুয়ারি) প্রায় ২ লাখবার (১, ৮৪, ৫৭৩) দেখা হয়েছে। যা কোনও নতুন শিল্পীর ক্ষেত্রে নতুন রেকর্ড বলেই মনে করছেন গানটির সুরকার জুয়েল মোর্শেদ।
তিনি বলেন, ‘বছরের শেষদিন একটি ভিডিও প্রকাশ করে মাত্র দুই দিনের মাথায় সেখান থেকে এমন সাড়া পাবো- এমনটা কল্পনাও করিনি আমরা। এটা শ্রোতা-দর্শকদের পক্ষ থেকে নতুন বছরের সারপ্রাইজ গিফটের মতো মনে হচ্ছে। ধন্যবাদ মম এবং সিএমভি’কে, দু’পক্ষই আমার ওপর বিশ্বাস রেখেছেন বলে। আশা করি বছরের সেরা হিট গানের একটি হবে এটি।’
শাহান কবন্ধের কথায় এই গানটিতে মম ছাড়াও র‌্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন রাফসান। গল্পনির্ভর গানটির ভিডিও নির্মাণ করেছেন রত্তনজিৎ রায়। আর এতে মডেল হিসেবে পারফর্ম করেছেন মম নিজেই। সঙ্গে আছেন র‌্যাপার রাফসান ও আরও তিনটি মজার চরিত্রে অভিনয় করেছেন শাহান গাজী, মানব এবং মিজান।
গানটি প্রসঙ্গে মম বলেন, ‘এই যে সফলতা, তার পুরো কৃতিত্ব জ্যু (জুয়েল মোর্শেদ) ভাইয়ার। বছরের শুরুটা এমন অসাধারণ হবে, সেটি আসলেই ভাবিনি। গানটি শ্রোতা-দর্শকরা পছন্দ করছেন বলেই আমাদের শ্রম স্বার্থক হলো।’ 
গানটি আছে নিচের লিংকে: 

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!