X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

আজ চেখভ স্টুডিওর প্রদর্শনী

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৭

‘চেখভ ও গাংচিল’-এর দৃশ্য প্রদর্শনী ও কর্মশালা পরিচালনা করতে রাশিয়ার নাট্যদল ‘চেখভ স্টুডিও’ এখন ঢাকায়। ৭ ফেব্রুয়ারি থেকে চলছে কর্মশালা। আজ থাকছে তাদের প্রদর্শনী ‘চেখভ ও গাংচিল’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্ত আঙিনায় নন্দন মঞ্চে বিকাল ৫টা ৩০ মিনিটে নাটকটি মঞ্চায়ন হবে।
আন্তন চেখভের নাটক ‘গাংচিল’ অবলম্বনে নাটকটি নির্দেশনা দিয়েছেন ভ্লাদিমির বাইচার। এর ডিজাইন করেছেন ভ্লাদিমির আনশন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকাস্থ রুশ দূতাবাসের রাষ্ট্রদূত আলেকজান্ডার আইভানোভিচ ইগনাতভ ও মস্কোর রুশ নাট্য বিশ্ববিদ্যালয়ের (জিআইটিএস) ডিন অধ্যাপক ভ্লাদিমির বাইচার। এছাড়া এদিন স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চেখভ স্টুডিওর বাংলাদেশে নাট্য ভ্রমণের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন।
এর পরদিন অর্থাৎ আগামীকাল পরীক্ষণ থিয়েটার হলে ভ্লাদিমির বাইচার ও তাতিয়ানা ফেদিয়ুশিনার যৌথ নির্দেশনায় মঞ্চস্থ হবে আন্তন চেখভের কমেডি ‘ভল্লুক’।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকাস্থ রুশ দূতাবাসের যৌথ এই আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’