X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

শাওনের কণ্ঠে একটু অন্যভাবে একুশের গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৮

শাওন মাহমুদ ‘গত বছর কয়েকটি ছেলে আমার সঙ্গে যোগাযোগ করে। ভেলভেট উইংস নামের ব্যান্ডের সদস্যরা তারা। তখন তারা আমাকে তাদের একটি ইনুস্ট্রুমেন্টাল দেখায়। এটি একুশের গান নিয়ে। বেশ ভালো লেগেছিল তাদের কাজটি। তার চেয়েও ভালো লেগেছিল তাদের আগ্রহটা দেখে। তখনই তারা আমাকে বলে, একুশের গানটি নিয়ে কাজ করতে চায়। আর তা করলে আমি যেন তাদের সঙ্গে থাকি। এটাই মূলত শুরু।’

কথাগুলো বলছিলেন ‘একুশের গান’-এর সুরসষ্ট্রা শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।
আর এই ‘শুরু’র শেষটা হলো গতকাল একুশে ফেব্রুয়ারিতে। এদিন রাতে ফেসবুকে নতুনভাবে প্রকাশিত হয়েছে ‘একুশের গান’। এর পরদিন আজ (বুধবার) প্রথম প্রহরে ইউটিউবে এটি এসেছে। যেখানে গেয়েছেন শাওন মাহমুদ।
‘একুশের গান’-এর গীতিকার আবদুল গাফফার চৌধুরী এবং সুরকার-সংগীত পরিচালক শহীদ আলতাফ মাহমুদ। মূলত কথা, সুর ও সংগীত ঠিক রেখে নতুন এ গানটিতে বাদ্যযন্ত্র সংযোজন করেছে নবীন ব্যান্ড ভেলভেট উইংস। 
গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন তৌকীর তাজাম্মুল নিঃশব্দ। ভিডিওটি পরিচালনা করেছেন অঙ্কুর ও সানি। এটির প্রযোজনায় আছে রয় বক্স।
শাওন মাহমুদ আরও বলেন, ‘তারা বয়সে তরুণ এবং দেশের প্রতি বেশ সচেতন। ভবিষ্যতে প্রজন্মও যদি এমন উদ্যোগ নিতে চায়, তাদের সঙ্গে আমাকে পাওয়া যাবে।’
এদিকে, ব্যান্ডটির সদস্যরা জানান, স্বাধীন এক চেতনার স্বপ্ন দেখিয়েছিলেন যারা, বীর সেই ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই তাদের এ প্রয়াস।

গানের ভিডিও: 


/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’