X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘বেগমজান’-এর পোস্টারে অন্য বিদ্যা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মার্চ ২০১৭, ১৩:১৬আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৩:২৫

‘বেগমজান’-এর প্রথম পোস্টার প্রকাশ করা হলো ‘বেগমজান’ ছবির পোস্টার। এতে নতুন বিদ্যা বালানকে খুঁজে পাওয়া গেছে। কলকাতার ‘রাজকাহিনী’র রিমেক এই ছবিতে দেশভাগের গল্প উঠে এসেছে।
ছবির পোস্টারে দেখা যায় ৩৮ বছর বয়সী বিদ্যা একটি চেয়ারে আদেশকারীর ভূমিকায় বসে আছেন। তার হাতে একটি হুক্কা। পোস্টারে লেখা ‘মাই বডি, মাই হাউস, মাই কান্ট্রি, মাই রুলস।’ অর্থাৎ আমার শরীর, আমার বাড়ি, আমার দেশ, আমার নিয়ম।
সিনেমার সাবটাইটেলে লেখা হয়, ‘যখন ‍মুক্তি স্বাধীনতার সঙ্গে লড়াই করে’।
ছবিতে বিদ্যা বালান ছাড়া আরও অভিনয় করছেন নাসিরউদ্দিন শাহ, ইলা অরুণ, গওহর খান, পল্লবী শর্দা ও রজিত কাপুর। একটি পতিতালয় প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা বালান। ১৯৪৭ এর দেশভাগের পটভূমির উপর নির্মিত এই ছবি। বাংলা ছবিতে এই চরিত্রে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান। ছবিটি পরিচালনা করেছিলেন শ্রীজিত মুখার্জি।
এদিকে ‘বেগমজান’-এর প্রযোজক মহেশ ভাট এক টুইটারে বলেন, ‘কি অসাধারণ এক নারী। সে নিশ্চিতভাবেই আপনার হৃদয়ে জায়গা করে নিবে এবং আপনি কখনওই তাকে ভুলবেন না।’
এনডিটিভিকে দেয়া সাক্ষতকারে বিদ্যা বালান বলেন, ‘‘বেগমজান’ ছবিটি তার জন্য বিশেষ কিছু।’’
‘বেগমজান’ মুক্তি পাচ্ছে ১৪ এপ্রিল।
/এমএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…